মহেশখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হাসান

নাজমুল হাসান

মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গায় লবণ বোঝাই ট্রলার থেকে নিখোঁজ নাজমুল হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কুতুবজোমের ঘটিভাঙ্গা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

নিহত নাজমুল মহেশখালী দক্ষিণ ঘোনার পাড়া এলাকার মো. ফেরদৌস মাঝির ছেলে। সে লবণ পরিবহনকারী ট্রলারের শ্রমিক ছিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঘটিভাঙ্গায় তার কর্মস্থল লবণ বহনকারী ট্রলার থেকে মাঝরাতে সে নিখোঁজ হয়। ভোরে তার মরদেহ পায় স্থানীয় জেলেরা।

বিজ্ঞাপন

এদিকে নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।