ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী শীলা রেলব্রীজ এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মশাখালী শীলা রেলব্রীজের স্থানীয় লোকজন রেললাইনের পাশে অজ্ঞাত (৪৫) এক নারীর খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে ভোর রাতে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

এসআই গোলাম রাব্বানী আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । নিহতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ জন্য পিবিআইয়ের সহায়তায় নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন