রাঙামাটিতে গোসলে নেমে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় পৌনে দুই ঘণ্টা পর যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম মো. কাজল বাসু (১৮)। নিহত যুবক মানিকছড়ির মৃত আব্দুস সালামের সন্তান।

এর আগে দুপুর পৌনে ১টার সময় মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সাতাঁর কাটতে কাটতে পুকুরের মাঝখানে পানির নিচে তলিয়ে যায় ।ঘটনার পরপরই স্থানীয়রা তাকে খোঁজার চেষ্ঠা চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডুবুরি এমরান ও সজিব চাকমা পনেরো মিনিট চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া বাসুর নিথর দেহ ওপরে তুলে আনে।

বাসুকে শেষ দেখা দেখতে মাদ্রাসা প্রাঙ্গনে কয়েকশো স্থানীয় নারী পুরুষ বিড় জমায় ।

বিজ্ঞাপন