ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলায় দুইটি যাত্রীবাহী বা‌সের মুখোমুখি সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। সংঘর্ষে প্রিন্স অব লা‌বিবা না‌মের এক‌টি বা‌স রাস্তার পা‌শের একটি পুকুরে প‌ড়ে যায়। এই দুর্ঘটনায় উভয় বা‌সে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দি‌কে উপ‌জেলার মা‌নিকা বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স ও ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপু‌রের দি‌কে ভোলা-চরফ্যাশন সড়‌কে এক‌টি অ‌টো‌রিকশাকে সাইড দি‌তে গি‌য়ে দুই বা‌সের মুখোমুখি সংঘর্ষ হয়। ত‌বে এ ঘটনায় কোন যাত্রী নিহত হওয়ার খবর এখনও পাওয়া যায়‌নি।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সি‌দ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন