জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে পাচারের সময় রকিবুল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ১২২ বোতল ফেনসিডিল ও ১৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ও বুধবার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিসহ এসব মাদক আটক করে বিজিবি।

বিজ্ঞাপন

আটক রকিবুল ইসলাম জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের খালেক মিয়ার ছেলে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন (বিজিবি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ৫৮ বিজিবির অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৬/৩ এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. আতাউর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ বোতল ভারতীয় মদসহ রকিবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

একই দিন রাত ৮টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি আমবাগানের মধ্যে অভিযান চালায় বিজিবি। তখন সেখান থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এদিকে বুধবার রাত ২টার দিকে জীবননগর উপজালের মাধবখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭৪/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়িয়া গ্রামের একটি আখখেতের মধ্যে হতে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই দিন ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময়
সীমান্ত পিলার-৭০/৮-এস থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মাঠের মধ্যে থেকে ৮৩ বোতল ভারতী মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া বুধবার নতুনপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।