এবার গুড়িয়ে দেয়া হচ্ছে আমির হোসেন আমুর ‘হোয়াইট হাউজ’
-
-
|

ছবি: বার্তা২৪.কম
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র-জনতা আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কিছুক্ষণ পরই বুলডোজার দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। বরিশাল নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত তার বাড়িতে এই ঘটনা ঘটে।
আমির হোসেন আমুর এই বাড়িটি বরিশালে ‘হোয়াইট হাউজ’ নামে পরিচিত ছিল। এর আগেও, ২০২৪ সালের ৫ আগস্ট এই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে এবার বিক্ষুব্ধ জনতা আরও আগ্রাসী হয়ে সরাসরি বুলডোজার ব্যবহার করে ভবনটি গুঁড়িয়ে দেয়।
সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ও বরিশালে সেরনিয়াবাত ভবনে হামলার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় এবার আমির হোসেন আমুর বাসভবনেও হামলা চালানো হলো।
২০২৪ সালের নভেম্বরে, আমির হোসেন আমুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।