ঈদের দিন লাঙ্গলবন্দ সেতুর মেরামত, বিকল্প রুটের পরামর্শ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হালকা যানবাহন চলাচলের বিকল্প সড়ক/ ছবি: সংগৃহীত

হালকা যানবাহন চলাচলের বিকল্প সড়ক/ ছবি: সংগৃহীত

ঈদের দিন রাত ৮টায় কুমিল্লার লাঙ্গলবন্দ সেতুর জরুরি মেরামত কাজ শুরু হবে, চলবে পরদিন সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারি যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/28/1559037783365.jpg 

বিজ্ঞাপন

কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্দ সেতু। মেরামতকালে মহাসড়কে চলাচলকারী হালকা যানবাহনকে বিকল্প রুট হিসেবে মোগড়াপাড়া-কাইকারটেক সেতু-নবীগঞ্জ-মদনপুর সড়ক ও ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব সেতু-সরাইল-বধাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া বিকল্প রুটের দু’টি নকশাও দেখানো হয়েছে।