দিল্লি দরবার, পিৎজা ইনসহ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দিল্লি দরবার, পিৎজা ইন, ছবি: সংগৃহীত

দিল্লি দরবার, পিৎজা ইন, ছবি: সংগৃহীত

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় দিল্লী দরবারসহ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৯ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠানকে সাত লাখ আটাশ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

বিজ্ঞাপন

কোম্পানিগুলো মেয়াদোত্তীর্ণ স্যান্ডউইচ বিক্রি করায় মিরপুরের দিল্লী দরবারকে ৫০ হাজার, টেকইনকে ৩০ হাজার, কেপিটাল কিচেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ধানমন্ডির সাতমসজিদ রোডের পিৎজা ইনকে ২ লাখ ও আফটার আওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় বরিশালের রুপাতলী এলাকার মেসার্স শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, খাবার বাড়ি রেস্তোরাঁ এন্ড সুইটসকে ৩ হাজার টাকা এবং বিলাস রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।