এতিম শিশুদের পাশে পাওয়ার চায়না ও আইসোটেক গ্রুপ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুদের মধ্যে পোশাক ও খেলনা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

শিশুদের মধ্যে পোশাক ও খেলনা দেওয়া হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ১৯০ শিশু শিক্ষার্থীকে নতুন পোশাক ও খেলনা দেওয়া হয়েছে।

পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড ও আইসোটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বরিশাল ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

chin

বিজ্ঞাপন

ঈদুল ফিতর ও গণপ্রজাতন্ত্রী চায়নার জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (২৯ মে) দুপুরে যৌথভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। খেলনার মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, কেরাম বোর্ড ও টেবিল টেনিস খেলার উপকরণ।

এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার চায়না রিসোর্স লিমিটেডের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার লুই জেন ইউন, বরিশাল ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার চেন সুজিয়ান, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার লি সুকিয়াং ও হু বাউলি। এতিমখানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোছা. বদরুল লায়লা।

china

উল্লেখ্য, বরগুনার তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বরিশাল ইলেকট্রিফিকেশন কোম্পানি লিমিটেড।