ডোনারদের দৃষ্টি আকর্ষণে পুলিশের ভ্যানে হামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিআইড প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম/ ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিআইড প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম/ ছবি: বার্তা২৪.কম

পৃষ্ঠপোষকদের (ডোনার) দৃষ্টি আকর্ষণ ও অর্থ সাহায্য সচল রাখার উদ্দেশে মালিবাগে পুলিশের ভ্যানে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর মালিবাগস্থ সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘মালিবাগে পুলিশের ভ্যানে হামলা করে হামলাকারীরা পুলিশ সদস্যদের ভেতরে ভয়ভীতি সৃষ্টি করতে চেয়েছিল। তারা আরও চেয়েছে যেন পুলিশের সদস্যরা মানসিকভাবে ভেঙে যায় এবং তাদের মনোবল দুর্বল হয়ে যায়।’

তিনি বলেন, ‘হামলাকারীরা আরও একটি বিষয়ের জন্য এই হামলা করেছিল। সেটি হল তাদের ডোনারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারা এই সব হামলা করে ডোনারদের দেখানোর চেষ্টা করেছে, তাদের কার্যক্রম সচল রয়েছে। এই হামলার কথা বলে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। এছাড়াও হয়তো আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে ডোনারদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।’