অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: বার্তা২৪.কম

 

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে যাতে নিতে না পারে সেজন্য বিআরটিএ-কে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

টার্মিনালে কয়েকটি কাউন্টারে গিয়ে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে চান।

মন্ত্রী কাদের বলেন, এবার ঈদে এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। সড়কের কারণে আগে যানজট হওয়ার আশঙ্কা থাকত এবার তা নেই।

অতিরিক্ত ভাড়া, চাঁদা নিতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুশিলসহ প্রশাসনের দায়িত্বরতদের তৎপরতা বাড়নোর নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, 'অতিরিক্ত ভাড়া নিলে পুলিশ প্রশাসনসহ সকলে কাউন্টার গিয়ে জানাবেন; আমাকেও খবর দিতে পারবেন।'

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে তিনি বলেন, এবার বাংলাদেশের ইতিহাসে সড়ক অনেক ভালো। আশা করছি, যাত্রাপথে কোন দুর্ভোগ হবে না।

মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রং সাইডে বাস যাতে কেউ না চলায়। সবাই যেন শৃঙ্খলার মধ্যে থাকে। রং সাইড যাওয়ার প্রবণতা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। শৃঙ্খলা মেনে চললে, আশা করি অতীতের চেয়ে যানজট কম হবে।'

যাত্রাদের কাছ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো অতিরিক্ত ভাড়ার নিচ্ছে- এমন অভিযোগের খতিয়ে দেখার নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি বলেন, এসিতে অতিরিক্তর ভাড়া বিষয়ে আগে তো কেউ বলেনি। বিআরটিএ কর্তৃপক্ষকে এসি বাসের ভাড়া নির্ধারণে মালিক পক্ষের সঙ্গে বসে তা ঠিক করার নির্দেশ দিচ্ছি।

মালিকদের উদ্দেশে তিনি বলেন, বাস মালিকরা এসি'র ভাড়ার ব বিবেক অনুধান থেকে নেবেন।

এসময় বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন।