ইমেজ সংকটে ডিএনসিসি



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
ডিএনসিসি লোগো ও পাগলা মিজান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডিএনসিসি লোগো ও পাগলা মিজান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের বিরুদ্ধে। কখনো পরিবারের সদস্যদের অপকর্ম আবার কখনো কাউন্সিলররা নিজেরাই অপকর্মে জড়িয়ে পড়ছেন। সম্প্রতি ডিএনসিসি ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান আটকের পর বিষয়টি আলোচনায় আসে।

এই পাগলা মিজানই প্রথম না। এর আগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেল ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন। তখন প্যানেল মেয়র বিষয়টি অস্বীকার করে বলেছিলেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।

এদিকে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে বিশাল বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন এ কাউন্সিলর।

কাউন্সিলরদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও নীরব মেয়র আতিকুল ইসলাম। জানা গেছে, কোনো কাউন্সিলরই মেয়রের পরামর্শ কিংবা নির্দেশনা শোনেন না। বরং মেয়র তাদের ম্যানেজ করে চলছেন। আগামী নির্বাচন যেহেতু আসন্ন, তাই কারও সঙ্গে বিবাদে না জড়িয়ে বরং ‘আপস করে চলি’ নীতিতে চলছেন মেয়র। দেশের বাইরে থাকায় এই বিষয়ে মেয়রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: মিজানের বাসায় অস্ত্রসহ ৬ কোটি টাকার চেক

অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে উত্তরের আরও বেশ কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে। বিশেষ করে মিরপুর অঞ্চলের কয়েকজন কাউন্সিলর রয়েছেন, যাদের বিরুদ্ধে মার্কেট দখল, জায়গা দখলসহ নানা অভিযোগ রয়েছে।

ডিএনসিসির কাউন্সিলরদের এমন কাণ্ডে ডিএনসিসি'র ইমেজ সংকটের কথা স্বীকার করেন এক কর্মকর্তা। নাম প্রকাশের অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, 'যাদের নিয়ে মেয়র কাজ করবেন তাদের বিরুদ্ধে যদি অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে বা কেউ গ্রেফতার হন তাহলেতো সেটা লজ্জার। সবকিছু ওই প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।'

অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে এরইমধ্যে অঢেল সম্পদের মালিক হয়েছেন বেশকিছু কাউন্সিলর। তাদের মধ্যে কাউন্সিলর মিজানুর রহমান ওরফে পাগলা মিজান এখন রিমান্ডে রয়েছেন। অন্যদিকে আরও কয়েকজন কাউন্সিলর তালিকায় রয়েছেন। এসব কাউন্সিলরের নিয়ে ইমেজ সংকটে সিটি করপোরেশন।

জানা যায়, ক্ষমতায় থেকে জমি দখল, মার্কেট দখল, টেন্ডার নিয়ন্ত্রণসহ নানা অভিযোগে অভিযুক্ত কাউন্সিলরগণ। যে সকল কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিষয়ে মেয়র কী সিদ্ধান্ত নিতে পারবেন তার একটি সুস্পষ্ট আইনি ব্যাখা রয়েছে।

অভিযুক্ত কাউন্সিলরদের বিষয়ে আইন কী বলে- স্থানীয় সরকার আইনের (সিটি করপোরেশন)-২০১৯ ধারা ১৩ (খ) বিধি অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হন তাহলে তাকে অপসারণ করার ক্ষমতা রয়েছে। আইনের ব্যাখায় অসদাচারণ বলতে ক্ষমতার অপব্যবহারকে উল্লেখ করা হয়েছে। আইন অনুযায়ী বিধি নিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃতভাবে অপশাসনকে বোঝানো হয়েছে।

আইনের ১৪ ধারার (১) উপধারায় বলা হয়েছে, আইনের কোনো বিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে করপোরেশনের মেয়র বা কোনো কাউন্সিলরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে। তবে কাউকে অপসারণ করা হলে তিনি ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক উক্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপসারণের আদেশটি স্থগিত থাকবে।

আইনের (৬) উপ বিধিতে বলা হয়েছে, আইনের অন্যান্য বিধানে যাই থাকুক না কেন অপসারিত কোনো ব্যক্তি সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না।

এ বিষয়ে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আইনে যেভাবে আদেশ দেওয়া আছে সেভাবেই হবে। কোনো কাউন্সিলর অনুপস্থিত থাকলে মেয়র তার পার্শ্ববর্তী কাউন্সিলরকে দায়িত্ব দিতে পারবেন।'

আরও পড়ুন: পাগলা মিজান ৭ দিনের রিমান্ডে 

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে বাড়ি আছে মিজানের

   

করোনায় একদিনে আক্রান্ত ১৬ জন, শনাক্তের হার ৫.১০



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
করোনায় একদিনে আক্রান্ত ১৬ জন, শনাক্তের হার ৫.১০

করোনায় একদিনে আক্রান্ত ১৬ জন, শনাক্তের হার ৫.১০

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৪৯ হাজার ৪৬৫ জনে। এদিন কারো মৃত্যু না হওয়ায় এ সংখ্যা ২৯ হাজার ৪৯৩ জনেই রইল। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩১৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের এ হার ৫ দশমিক ১০ শতাংশ। এসময়ে সুস্থ হয়েছেন ২৬ জন। মোট সুস্থ ২০ লাখ ১৬ হাজার ৭৫০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ পাওয়া যায়। 

;

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

  • Font increase
  • Font Decrease

চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং একটি বাসের সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছার লোকাল বাস ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতো। দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যশোরে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলো। ফিলিং স্টেশনে পৌঁছে বাসটির সামনের গেইট দিয়ে নামতে গিয়ে পা-পিছলে পড়ে গেলে একই বাসের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।

হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

;

মাগুরায় বজ্রপাতে ২ যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে পৃথক বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও চরপাড়া গ্রামের আকুল শেখের ছেলে উমেদ আলী (২০)। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতের ঘটনায় এ দুইজন নিহত হয়।

মাগুরা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানুল ইসলাম জানান, বিকালে জমিতে কৃষি কাজ করার সময় আকস্মিকভাবে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত শুরু হয় এ সময় বজ্রপাতে তন্ময় ও উমেদ আলী আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

;

উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সম্পদের বিভাজন রোধে সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে, ডুপ্লিকেশন এবং ওভারল্যাপিং কমানো প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অসংখ্য চ্যালেঞ্জ এবং অস্তিত্বের হুমকির সঙ্গে, আর্থিক এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সম্পদের সুরক্ষা অপরিহার্য।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ২০২৩ : বিল্ডিং ব্যাক এ গ্রিনার বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যই সর্বাগ্রে এবং সরকার বায়ু ও পানির গুণমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু কর্মের জন্য অগ্রাধিকারমূলক হস্তক্ষেপগুলি ক্রমানুসারে করা হচ্ছে, এবং সরকার সক্রিয়ভাবে একটি সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন করছে।

তিনি বলেন, উদীয়মান চাহিদা মোকাবিলার জন্য প্রয়োজনীয় নীতির সমন্বয় করা হবে। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দেন এবং বাংলাদেশের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগের কথা তুলে ধরেন।

বাংলাদেশের নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এসময় উপস্থিত ছিলেন।

 

;