স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুল কারাগারে

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল
বিস্ফোরক মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৩ সালের ১৮ মার্চ নগরীর জিলা স্কুল মোড় এলাকায় বিএনপি জোটের হরতালের সমর্থনে একটি মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে প্রধান আসামি করা হয়।
বিস্ফোরক মামলায় মঙ্গলবার টুটুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, এর আগে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা টুটুল ৪ দফায় প্রায় ৮ মাস কারাবরণ করেন এবং বার বার জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩৭টিরও অধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের স্বজনরা।