রাজধানীতে পাখি ও বন্যপ্রাণীর চামড়া উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত বন্যপ্রাণীর চামড়া/। ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত বন্যপ্রাণীর চামড়া/। ছবি: বার্তা২৪.কম

রাজধানীর উত্তরখানের গ্রিনভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার থেকে ১০টি টিয়া, ৬টি ঘুঘু এবং ৪টি বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উত্তরখানে এ অভিযান পরিচালনা করে। অবৈধভাবে আটকে রাখা টিয়া ও ঘুঘু পাখিগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে বিড়াল প্রজাতির ৩টি বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছে অপরাধ দমন ইউনিট।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, আমাদের কাছে সংবাদ ছিলো রিসোর্টে বাঘের চামড়া রয়েছে।

কিন্তু অভিযান পরিচালনা করে দেখা গেছে, বিদেশি বিড়ালের ৩টিসহ মোট ৪টি প্রাণীর চামড়া রয়েছে, যেগুলো জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন