অনাথ শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের দাবি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে ষোল আনা বাঙ্গালী

বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে ষোল আনা বাঙ্গালী

  • Font increase
  • Font Decrease

অনাথ শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে ১৬ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ষোল আনা বাঙ্গালী’ নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস-২০২০’ উপলক্ষে এ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান আর আই শেখর বলেন, ‘আজ বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস, আজকের এই দিনে আমাদের দাবি সব অনাথ শিশুর শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনাথ শিশুদের অধিকার নিশ্চিত হয়নি। কোনো শিশু যেন বাইরে বা রাস্তায় না ঘুমায়। তাদের জন্য দ্রুত আবাসন ব্যবস্থা করা হোক। শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির ঢাকা জেলার সভাপতি ওয়েস্টার্ন মিলন, সদস্য সচিব মো. জিয়া কায়সার জনি, কৃষক কামাল, সুজিত দাস, ওয়াসিম শিকদার, নাহিদ পাটোয়ারী, শেখ রাজু প্রমুখ।

   

খুলনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

খুলনার দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায় , ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে। ঘটনার দিন শাশুড়ি চপলা গাইন (৬৫) ধানক্ষেতের আইলে সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য ছেলের বউ টুম্পা গাইন (৩৬) এগিয়ে আসেন। তিনিও কোন কিছু না বুঝে তার শাশুড়িকে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

নিহত চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী।

দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ জানান, ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় ক্ষেতের আইলে সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে আমি জেনেছি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

;

কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
কিশোর গ্যাং

কিশোর গ্যাং

  • Font increase
  • Font Decrease

কিশোর গ্যাং রিংকু গ্রুপ ও অনিক গ্রুপের মূলহোতা রিংকু ওরফে আরএম রিংকু এবং হাসিবুল হাসান অনিকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। রাজধানীর মিরপুর মডেল থানা ও পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি, ছুরি, ক্ষুর, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রিংকু ওরফে আরএম রিংকু (৩০), তানভীর মাহমুদ সাজ্জাদ (২৮), মো. ছাব্বির হোসেন (২৯), মো. রাজিব হোসেন (২৮)৷ এছাড়াও রাজধানীর মিরপুর এলাকা থেকে রিংকু গ্রুপের আরও ৪ জন সদস্যকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা হলেন- মো. হাসিবুল হাসান অনিক (২৬), মো. শহিদুল ইসলাম (২৯), মো. জামাল শিকদার ওরফে রবিন (৩২) ও মো. বেলাল হোসেন (২৭)। তাছাড়াও রাজধানীর পল্লবী এলাকা থেকে ‘অনিক গ্রুপ’র দুজন সদস্যকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, রাজধানীর মিরপুর এলাকায় বেশকিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এরমধ্যে কিশোর গ্যাং রিংকু ওরফে আরএম রিংকু’ লিডারসহ ২০ থেকে ৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা মিরপুর-২ এর আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি বলেন, ‘রিংকু’ গ্রুপের লিডার রিংকু ওরফে আরএম রিংকুর বিরুদ্ধে মিরপুর, ফরিদপুর নগরকান্দা থানায় মাদক, দস্যুতা, চুরি, মারামারি এবং খুনের চেষ্টা সংক্রান্ত ৪টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানীর পল্লবী এলাকায় বেশকিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এরমধ্যে কিশোর গ্যাং ‘অনিক গ্রুপ’র লিডারসহ ২০ থেকে ৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন বাউনিয়াবাদসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি বলেন, অনিক গ্রুপের লিডার মো. হাসিবুল হাসান অনিকের বিরুদ্ধে পল্লবী থানায় ৪টি মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

এএসপি জিয়াউর রহমান আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং অনিক গ্রুপ ও রিংকু গ্রুপ’র লিডার মো. হাসিবুল হাসান অনিক ও রিংকু ওরফে আরএম রিংকু তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ লোকজনকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে।

তাছাড়াও ফুটপাতের দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকেও মারধর করে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

;

৫০০ কোটি টাকার প্রতারণার ফাঁদ, গ্রেফতার ৯



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রংপুর বিভাগে ৫৩৫টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের নামে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পাতা একটি এনজিও'র ৯ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (ডিবি) শাহ নুর আলম পাটোয়ারী। এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নগরীর গোমস্তাপাড়ায় অগ্রসরমান আদর্শ যুব কর্ম সংস্থায় অভিযান চালিয়েয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন এনজিওটির জেলা কো-অর্ডিনেটর মো. রিয়াদ হোসেন, সুপারভাইজার প্রদীপ কুমার আচার্য, উপজেলা কো-অর্ডিনেটর মো. ফজলে রাব্বি, হিসাবরক্ষণ অফিসার প্রদীপ রায়, সহকারী উপজেলা কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন ও মো. গোলজার হোসেন, কম্পিউটার অপারেটর মো. নজরুল ইসলাম, মো. আলমগীর হোসেন মালি, মো. মাহবুব হাসান লিমন।

এডিসি (ডিবি) শাহ নুর আলম পাটোয়ারী জানান, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আমরা সোমবার (১৮ মার্চ) রংপুর মহানগরীর গোমস্তাপাড়া এলাকায় আদর্শ যুব কর্ম সংস্থার অফিসে অভিযান চালাই। সেখান থেকে আমরা ৯ জনকে গ্রেপ্তার করি। এ সময় ওই অফিস থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার, একটি হার্ডডিস্ক, বিভিন্ন দলিলপত্র/ডকুমেন্ট, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা ও বিভিন্ন রেজিস্টার জব্দ করা হয়।

এনএসআইয়ের সূত্র জানায়, সংস্থাটি ইন্টিগ্রেটেড রুরাল ডেভলাপমেন্ট প্রোগ্রাম (আইআরিডিপি) কর্মসূচির মাধ্যমে রংপুর বিভাগের ৮ জেলার ৫৩৫টি স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির প্রকল্প নিয়ে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে ৮৫ লাখ ৬৫ হাজার টাকা হিসাবে ৫৩৫টি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে ব্যয় ধরা হয় ৪৫৮ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা। এজন্য সংস্থাটি ২০২২ সালে দরপত্র আহ্বান করে। 

দরপত্রের শিডিউলের মূল্য ধরা হয় ৪০ হাজার টাকা। দরপত্রে বলা হয়, বিভিন্ন মাধ্যমে প্রথম ধাপে ২৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ছাদ নির্মাণের পর ২৫ শতাংশ ও তৃতীয় ধাপে কাজ শেষ হওয়ার পর ৫০ শতাংশ মূল্য পরিশোধ করা হবে। প্রথম ৫০ শতাংশ মূল্য পরিশোধ করবে তুরস্ক ও ফ্রান্সের দাতা সংস্থা, অবশিষ্ট ৫০ শতাংশ মূল্য কাজ শেষ হওয়ার পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিশোধ করা হবে মর্মে সংস্থাটি প্রচারণা চালায়। এরই মধ্যে প্রায় দেড়শ কোটি টাকা এভাবে তহবিল সংগ্রহ করে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে,  ২০০৭ সালে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ঢাকা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত। সেখানে প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে ‘আদর্শ যুব কর্মসংস্থা’(এ, জে, কে, এস), ঠিকানা লেখা রয়েছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার, কালিবাড়ী বাজার। তাদের শুধু গাইবান্ধা জেলায় কর্মক্রম পরিচালনার কথা ওই নিবন্ধনে লেখা রয়েছে। এরপর সংস্থাটি নাম পরিবর্তন করে ২০১১ সালে ‘আদর্শ যুব কর্মসংস্থা ফাইন্ডেশন’ জয়েন্ট স্টক কোম্পানি এণ্ড ফার্ম কর্তৃক নিবন্ধন করে।

এনএসআই জানায়, সংস্থাটির স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। এছাড়া অনুমোদিত এলাকার বাইরে কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি তাদের সকল প্রচার প্রচারণায় সরকারি মনোগ্রাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। প্রকল্প বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো প্রজেক্ট প্রপোজাল ছিল না তাদের। সংস্থাটি দরপত্র আহ্বানের যথাযথ নিয়মও অনুসরণ করেনি। এছাড়াও তারা জমি ক্রয়ে অনিয়ম করেছে। সংস্থাটির কোনো বৈধ কাগজপত্রও ছিল না।

 

;

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধে মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে আবদুল করিম (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে একটার দিকে ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল করিম গফরগাঁও উপজেলার শিলাসী চামড়া গোদাম এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবদুল করিম মসজিদে যোহরের নামাজ পড়ার জন্য মেয়ের বাসা থেকে বের হয়। পরে তিনি রেললাইন পার হয়ে অপর পাশের মসজিদে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;