গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল

দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাব্দীপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের বাদরুল ইসলামের ছেলে হৃদয় খান (২৩), রাজশাহী নগরীর রাইপাড়া গবিন্দপুর গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস (২৬) ও লালবাগ গ্রামের মাহাবুব ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৬)।

আহতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার জোৎগোসাইদাস গ্রামের বাশির আলীর ছেলে আপেল (২৭)। অপরজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা দু’জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, রাজশাহী থেকে গোদাগাড়ীর দিক একটি মোটরসাইকেলে তিনজন এবং গোদাগাড়ীর দিক থেকে আরেকটি মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে আসছিলেন দুইজন। পথিমধ্যে শাহাব্দীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুইজনেরও অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।’ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।