বৃহস্পতিবার থেকে রাজশাহীতে পত্রিকা বিক্রি বন্ধ ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৬ মার্চ থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের জাতীয় ও স্থানীয়সহ সব ধরনের পত্রিকা বিক্রি বন্ধ ঘোষণা করেছে এজেন্ট ও হকার্স ইউনিয়ন। ফলে বৃহস্পতিবার থেকে পাঠকরা আর কোনো ছাপা পত্রিকা হাতে পাবেন না।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পত্রিকা সরবরাহ ও বিলি-বণ্টন বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এজেন্ট ও হকার্স ইউনিয়নের যৌথ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী সংবাদপত্র এজেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল।

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘ঢাকা থেকে গাড়িতে সংবাদপত্র আনা এবং তা বাড়ি বাড়ি গিয়ে বিলি করার সঙ্গে যুক্তরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। বিষয়টি এজেন্ট ও হকার্সরা ইউনিয়ন নেতৃবৃন্দকে অবগত করে বৈঠক করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতে আমরা বসেছিলাম। সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংবাদপত্র বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।’

আবুল কালাম নামে একজন হকার বার্তা২৪.কম-কে বলেন, ‘ভার্সিটি, কলেজ, মেস বন্ধ। অধিকাংশ ভাড়াটিয়াও নেই। ফলে পত্রিকা বিক্রিও হচ্ছে না। যে গ্রাহকরা রয়েছেন, তারাও বাইরে থেকে কাগজ নিতে চাইছে না। আবার আমরাও বাড়ি বাড়ি ঘুরে পত্রিকা দিতে ঝুঁকি অনুভব করছি। সবমিলিয়ে পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্তে খুশি আমরা।’

বিজ্ঞাপন

স্বপন রায় নামে একজন গ্রাহক বলেন, ‘এখন সংবাদপত্রের খুব বেশি প্রয়োজনও নেই। একেবারে পৌঢ় বয়সে উপনীত হওয়া একটি প্রজন্ম ব্যতীত সকলেই আমরা অনলাইনে অভ্যস্ত। তাৎক্ষণিক খবর পাচ্ছি। পরদিন একই খবর পত্রিকার পাতায় পড়তেও ভালো লাগে না। তার ওপর করোনা বহন করে ঘরে ঢুকতেও পারে পত্রিকা। তাই বন্ধ করে দেওয়াটা ভালো সিদ্ধান্ত।’