ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৪০ জন।

শুক্রবার (৩ আগস্ট) রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর কেলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায় রাতে সুর্যমুখী পরিবহনের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার জন্য গাবতলী থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয়। পরে দুরপাল্লার বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর কেলিয়া এলাকায় পৌছলে ধামরাইর কালামপুর থেকে ছেড়ে আসা যাত্রী শূন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/03/1533314990300.jpgএসময় যাত্রীবাহী বাসটির ঘটনাস্থলেই তিন জন নিহত হয় আর আহত হয় অন্তত ৪০ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায় ও আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।

বিজ্ঞাপন

অন্যদিকে সাভারের ভাকুর্তা এলাকায় সন্ধ্যায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে ধামরাইর থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু।