অহেতুক ঘোরাঘুরি, ঢাকায় ৫০ জনকে জরিমানা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে র‌্যাবের অভিযান

রাজধানীতে র‌্যাবের অভিযান

অঘোষিত লকডাউন চলাকালে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় তিনটি ব্যাটালিয়ন দিনব্যাপী এ অভিযান চালিয়েছে।

 রাজধানীতে র‌্যাবের অভিযান

অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান, র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ৫০ জনকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

যাদের জরিমানা করা হয়েছে তারা সবাই সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুজয় সরকার।