বাড়ানো হচ্ছে আইসোলেশন সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনা চিকিৎসা ব্যবস্থার সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য আইসোলেশন সেন্টার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

ডা. জাহিদ মালেক বলেন, প্রতিদিনই আমরা করোনার চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা বাড়িয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা আইসোলেশন সেন্টার আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারকে বসুন্ধরা গ্রুপ আমাদের দিয়েছে। এটাকে আমরা আইসোলেশন সেন্টার বা হাসপাতাল বানাব। এখানে প্রায় ২ হাজার বেডের ব্যবস্থা করা হবে। আমরা আশাকরি আগামী ১০-১৫ দিনের মধ্যে এই নতুন আইসোলেশন সেন্টার নির্মাণের কাজ শেষ হবে।

তিনি বলেন, উত্তর সিটি করপোরেশন আমাদেরকে তাদের নতুন নির্মাণ করা একটি মার্কেট দিয়েছে। সেটিকে আমরা ১ হাজার ৪০০ বেডের আইসোলেশন সেন্টার বা হাসপাতাল নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

এছাড়া উত্তরার দিয়াবাড়িতে চারটি মাল্টিস্টোরেজ বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংগুলো আমরা নিয়েছি। বিল্ডিংগুলোতে আমরা ১ হাজার ২০০ বেডের আইসোলেশন সেন্টার করতে পারব।