খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফেনীতে দ্বিগুণ চাষাবাদের লক্ষ্যমাত্রা



ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ফেনীতে দ্বিগুণ চাষাবাদের লক্ষ্যমাত্রা, ছবি: সংগৃহীত

ফেনীতে দ্বিগুণ চাষাবাদের লক্ষ্যমাত্রা, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আউশ মৌসুমে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফেনীতে আউশ মৌসুমে দ্বিগুণ চাষাবাদের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ইতোমধ্যে ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ হাজার কৃষককে ১৫ মেট্রিক টন বীজ ও ৯০ মেট্রিক টন দুই ধরনের সার প্রণোদনা দিয়েছে, মাঠে শুরু হয়েছে বীজতলা তৈরির কাজ।

সোমবার (২০ এপ্রিল) জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, এ মৌসুমে ফেনীতে অনেক জমি অনাবাদী রয়ে যায়। এগুলো চাষের আওতায় আনা গেলে জেলার খাদ্যভাণ্ডার আরও স্বয়ংসম্পূর্ণ হবে। তিনি বলেন, চলমান অচলাবস্থা ভবিষ্যতে যেন খাদ্য ঘাটতির সৃষ্টি না হয় তাই সরকার এ সময়টাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন বলেন, চলমান স্থবিরতায় অর্থনৈতিক সংকট দেখা দিলেও আউশ মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে। এক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী জমির মালিকদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ১১ হাজার ৯শ ৯৫ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি আবহাওয়া ও পরিবেশ ঠিক থাকে তবে ৩১ হাজার ৩শ ৪৭ মেট্রিক টন চাল উৎপাদনের সুযোগ থাকবে।

সূত্র জানায় ২০১৯ সালে জেলায় মাত্র ৫ হাজার ২শ ৫৫ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদ হলেও এ বছর ফেনী সদরে ১ হাজার ৯৫ হেক্টর, ছাগলনাইয়া ২শ ৮০ হেক্টর, ফুলগাজীতে ১শ ৪০ হেক্টর, পরশুরাম ৭৫ হেক্টর, দাগনভূঞা ৫শ ৭২ হেক্টর ও সোনাগাজীতে ৯ হাজার ৮শ ৬৯ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একই সূত্রমতে জেলায় আবাদি জমির পরিমাণ ৬৯ হাজার ৯শ ২৫ হেক্টর। ফেনীতে খাদ্য চাহিদা রয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৮শ ৩০ মেট্রিক টন চাল। গত বছর আউশ, আমন ও বোরো মওসুম মিলে সাড়ে ১১ শতাংশ বীজ ও অপচয় বাদ দিয়ে উৎপাদন হয়েছে ৩ লক্ষ ২ হাজার ৮৮ মেট্রিক টন চাল। উদ্বৃত্ত ছিল ৪৮ হাজার ২শ ৫৮ টন চাল। সবচেয়ে বেশি উৎপাদন হয় আমন মৌসুমে। গতবছর আমনে উৎপাদন ছিল ২ লক্ষ ৫ হাজার ৭শ ২৬ মেট্রিক টন চাল।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, আমন মৌসুমে সদর উপজেলাসহ সর্বত্র প্রায় সব জমিতে আবাদ হয়। আউশ মৌসুমে এ হার তলানিতে ঠেকে। তিনি বলেন, গতবছর মাত্র ৪শ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এবারের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৫ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদ।

এ মৌসুমে সিংহভাগ আবাদি জমি পতিত থাকার কারণ হিসেবে তিনি বলেন, এসময় বৃষ্টির অভাব, দিনমজুরের সংকট, কৃষকের নিজস্ব জমির অভাব, তীব্র গরম হওয়ায় আউশ ধানে কৃষকের আগ্রহ নেই। পাশাপাশি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় উদ্যোক্তার অভাব রয়েছে। ফসল ঘরে তোলার সময় হলে অতিবৃষ্টিতে ক্ষতি, অল্প জমিতে চাষাবাদের ফলে পোকামাকড় ও পাখির আক্রমণে ফসলহানি চাষাবাদে অনাগ্রহের অন্যতম কারণ।

   

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে নিহত 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মনিরুজ্জামান বাচ্চু (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

তিনি গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত কাশেম গাজীর ছেলে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম বিষয়টি নিশ্চিত করেন জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যান। সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই  মধ্যে বনবিভাগের একটি দল তার মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।



;

মৃত্যুদণ্ড প্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বগুড়ার সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাইদুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. মামুন (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (১৯ এপ্রিল)  রাতে রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

শিহাব করিম বলেন, ওয়ারেন্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল ভুক্তভোগী সাইদুল ইসলাম সন্ধ্যার দিকে শহরের দত্তবাড়ি থেকে যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় যান। ভিকটিম রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফোন করে পরিবারের সদস্যদের বলেন, তিনি যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় আছেন। এরপর থেকে সাইদুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে সাইদুল বাড়ি ফিরেননি। পরদিন সকালে শহরের ধরমপুর গড়েরহাট এলাকায় ঈদগাহ মাঠের পাশে একটি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়ারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগী সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে নিহতের ছোট ভাই বাদী হয়ে বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আসামি ৫ বছর জেল হাজতে কারাবাসের পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বগুড়ার বিজ্ঞ ১ম অতিরিক্ত দায়রা জজ আদালত বিচারকার্য শেষে মো. মামুন এর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড সাজা প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতার সংক্রান্তে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শুক্রবার রাজধানী ঢাকার ডিএমপি দারুস সালাম থানা এলাকা থেকে আসামি মো. মামুনকে গ্রেফতার করে। 

তিনি বলেন, জানা যায় আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে থাকত। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

;

তীব্র তাপপ্রবাহ: প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশজুড়ে চলমান দাবদাহের কারণে সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সারাদেশে তিন দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতির মধ্যেই আগামীকাল রোববার খুলবে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। 

;

বরিশালে ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় দুই সন্তানের জননী ডালিয়া বেগম (৩৮) ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার (২০ এপ্রিল) সকালে মরদেহ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শারমিন জানান, ডালিয়া বেগম বিভিন্ন সমিতি ও এনজিও থেকে প্রায় ৬ লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। তিনি বিভিন্ন এনজিও ও সমিতির লোকজনের চাপে অস্বাভাবিক আচরণ করতেন। ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন।

বরিশাল বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ডালিয়া বেগমের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটনে শনিবার (২০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে।

;