চাঁদপুরে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি প্রতীকী
চাঁদপুর শহরের নতুন বাজার ও ওয়ারলেস এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর কার্যালয় থেকে জানানো হয়, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং পণ্যের দাম আপডেট না থাকায় ৯ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।