ঢালচরের আর্তি শোনার কেউ আছেন?



রফিকুল ইসলাম মন্টু, স্পেশালিস্ট রাইটার
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এক পরিবার, ছবি: বার্তা২৪.কম

ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এক পরিবার, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নদীর তীর ধরে হাঁটলে কেবলই ভাঙনের শব্দ, কোথাও কানে আসে কান্নার আওয়াজ। এক স্বজনের নৌকা দ্বীপ ছাড়ার সময় ভিড় জমান অনেক স্বজন। আর হয়তো তাদের দেখা হবে না! এখান থেকে শেষ বিদায়!

সূর্য ওঠে, সূর্য ডোবে, মানুষ ফিরে হাজারো কাজে; কিন্তু এখানকার ভাঙন বিরাম নেয় না কখনোই। বর্ষায় হয়তো ভাঙনের তীব্রতা বাড়ে, তবে শীতেও থামে না ভাঙন। নিঃশব্দ প্রলয় চলতে থাকে সারা মৌসুম। মানুষগুলো কেবল ছুটছে। আজ ভালো আছে, তো কালই সরিয়ে ফেলতে হচ্ছে ঘর। সর্বত্র শুধু ধ্বংসের চিহ্ন। শূন্য ভিটে, ঘরের চালা, বেড়া সরিয়ে নেওয়ার তাড়া। কারও বা তাড়া গাছ কাটার। সমুদ্রের মোহনায় জেগে থাকা দ্বীপ ঢালচরের গল্পটা এমনই। প্রায় চার বছর ধরে একই চিত্র দেখেছি। ভাঙন রোধে এখন কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ তো নেই-ই, নিঃস্ব মানুষগুলোর পুনর্বাসনের উদ্যোগও নেই।

শেষ বিকেলে অপলক উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন মো. জাফর মিয়া। ঢালচরের ভদ্রপাড়ার এ বাসিন্দা শিশুকালে বাবার সঙ্গে এসে এখানেই কাটিয়েছেন জীবনের ৬০টি বসন্ত। ঘর, সংসার, কৃষি, ব্যবসা, বাড়ি, গাছপালা- সবই ছিল এখানে; তবে জীবনের শেষ দিন অবধি তার আর এখানে থাকা হলো না। এরই মধ্যে ঘর সরিয়ে চরফ্যাশনের মূল ভূখণ্ডে চলে গেছেন।

ঢালচরকে কীভাবে মনে রাখবেন? প্রশ্নটা যেন জাফর মিয়ার বুকের মধ্যে চাপা পড়ে থাকা কষ্টকেই উসকে দিল। হাউমাউ করে কেঁদে উঠে বললেন, কী ছিল না এখানে? সব ছিল। এখানকার আলো বাতাসে বড় হয়েছি। ঘর সংসার করেছি। বাড়ি করেছি। কৃষির সুযোগ কমে যাওয়ায় মাছের ব্যবসায় নেমেছিলাম। তাতেও মার খেয়েছি।

সব কিছু হারিয়ে এখান থেকে বিদায় নিলেও ঢালচরের স্মৃতি কী হৃদয় থেকে মুছবে কোনো দিন? চোখ মুছতে থাকেন জাফর।

এখানকার ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে, ছবি: বার্তা২৪.কম

টাওয়ার বাজার ঘাটে চোখে পড়ল ঘরের সব আসবাবপত্র উঠছে ট্রলারে। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি ছাড়বে। নারী ও শিশুরাও উঠেছেন। ঢালচরের আদি বাসিন্দা নূরুল ইসলামের ঘরের সব মালামাল ট্রলারে উঠে গেল। পরে উঠল তার স্ত্রী আর ছেলেমেয়ে। ট্রলার ছাড়ার মুহূর্তে ঘাটে আহাজারি। যারা যাচ্ছেন, তারাও কাঁদছেন, যারা কিনারে তারাও। এলাকার সম্মানিত ব্যক্তি সাইফুল হক হাজি (৬৭), যাকে ছাড়া কোনো সালিস বৈঠক হতো না, যিনি ছিলেন পাঁচটি বাড়ির মালিক। কৃষি জমি ছিল বিপুল। একদিন আগেই তার দুই বোন ঢালচর ছেড়ে চলে গেলেন পরিবার পরিজনসহ। আজ তাই সাইফুল হকের মন খুবই ভারাক্রান্ত। তিনিও থাকতে পারবেন না এখানে। চলে যেতে হবে চরফ্যাশনের কোথাও। সাইফুল হকের নামে একটি মার্কেট ছিল এখানে- হাজী মার্কেট। মার্কেটের পাশের মসজিদটি আর কোথাও সরিয়ে নেবেন না; সরিয়েছেন বহুবার। এখন আর সরানোর জায়গা নেই।

হাজি মার্কেটের শেষ চিহ্নটা যেখানে, সেখানেই ছোট চায়ের দোকান পেতেছিলেন ফারুক বাথান (৪৪)। এ ঢালচরে এসে গড়েছিলেন সব; আবার হারিয়েছেনও। এখন নিঃস্ব। পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই রোজগারের এ ছোট চেষ্টা চায়ের দোকান। তার এ চায়ের দোকানটিও থাকছে না। চলে যেতে হবে ওপারে। সব আয়োজন সম্পন্ন। কতবার দোকান বদল করেছেন- জানতে চাইতেই ফারুক বাথানের দীর্ঘশ্বাস পড়ে। বলতে থাকেন, প্রথমে ঢালচর পুরান বাজারে ছিল অনেক বড় মুদি দোকান। এরপর দ্বিতীয় দফায় আসেন টাওয়ার বাজারে। তৃতীয়বার আইয়ূব পাটোয়ারির মার্কেটে। চতুর্থবার হাজি মার্কেটে এবং পঞ্চমবারও একই মার্কেটের আরেক মাথায়। স্থান বদলের সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে তার দোকান। ঢালচরে এমন গল্পের কোনো শেষ নেই। মেঘনার ভয়াল ভাঙন এখানকার সম্পদশালী মানুষগুলোকে পথে বসিয়ে দিয়েছে। এক একটি পরিবার ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি বদল করেছে সাত-আট বার। অবশেষে বিদায় ঢালচর।

ঢালচরের অবস্থান সমুদ্রের মোহনায়। দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিণে এ দ্বীপ। এককালে কুকরি মুকরি ইউনিয়নের তিনটি ওয়ার্ড ছিল ঢালচরে। পরে ২০১০ সালে ঢালচর পৃথক ইউনিয়নের মর্যাদা পায়। তবে এখানে বসতি স্থাপন শুরু হয় ১৯৬২-৬৫ সালের দিকে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে দ্বীপটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। একটি দালানে আশ্রয় নেওয় মাত্র ৮০-৮৫ জন মানুষই বেঁচেছিলেন। ১৯৭৩ সালের দিকে এখানে আবার জনবসতি বাড়তে থাকে। হিসেবে বলছে, এক সময় এখানে ৩৫শ’ পরিবারের প্রায় ১৭ হাজার মানুষের বসবাস ছিল। আর বসতি এলাকার আয়তন ছিল ১২ বর্গকিলোমিটার। ২০০৩ সালের পর থেকে প্রবল ভাঙনের ধাক্কায় এ সময়ে দ্বীপটি একেবারেই ছোট হয়ে গেছে। আয়তন এসে ঠেকেছে মাত্র সাড়ে তিন বর্গকিলোমিটারে। আর মাত্র দুই হাজার পরিবারের সাড়ে ১০ হাজারের মত মানুষ মাটি কামড়ে টিকে আছেন ঢালচরে; শেকড়ের কাছে।

যোগাযোগ বিচ্ছিন্নতা ঢালচরের জনজীবনকে নাগরিক সুবিধা থেকে অনেক দূরে রেখেছে। এ মুহূর্তে মনে পড়ছে চরফ্যাশনের কচ্ছপিয়া ঘাট থেকে ঢালচরগামী ট্রলারে উঠে সেখানকার বাসিন্দা আবদুর রহমান বিশ্বাস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেলেন- যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আধুনিক তথ্যপ্রযুক্তির এ যুগেও মানুষকে ঘোষণা দিয়ে নেটওয়ার্কের বাইরে যেতে হয়! এ সময়টায় স্বজনদের সঙ্গে থাকে যোগাযোগ বিচ্ছিন্ন। এ হলো ঢালচর। রাতের আঁধার নামলে এ দ্বীপ যেন একেবারেই অসহায় হয়ে পড়ে। কচ্ছপিয়া ঘাট থেকে ঢালচর যাওয়ার একমাত্র মাধ্যম নৌযান। ছোট একটি লঞ্চ চলে বটে; কিন্তু সে লঞ্চও ট্রলারের চেয়ে খুব বেশি বড় না। ফলে বিপদের শঙ্কা থেকেই যায়। তবুও ঢালচরে মানুষদের যেতেই হয়। সেখানেই তাদের ব্যবসা বাণিজ্য, স্বজন, ভিটের শেষ মাটি।

কাঁচা-পাকা কোনো স্থাপনাই রক্ষা পাচ্ছে না ভাঙনের হাত থেকে, ছবি: বার্তা২৪.কম

ঢালচরের অন্তিম সময়ের এ গল্পটি লিখতে বসে আমার মনে পড়ছে চার বছর আগের কথা। তখন আরও অনেক বড় ছিল ঢালচর। সেই হাওলাদার বাজার, সেই টাওয়ার বাজার, বোর্ড অফিস বাজার- এখন আর নেই। প্রথম যখন যাই, সেটা খুব সম্ভবত ২০১৬ সালের গোড়ায়। হাওলাদার বাজারের একটি ভাড়া ঘরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে। পেছনে একটি থাকার জায়গা ছিল। সেখানেই হয়েছিল আমার থাকার স্থান। তখন ইউনিয়ন পরিষদ ভবনের কাজ শেষের পথে। হস্তান্তর হয়নি। কিছুদিন পরে সেই ভবন হস্তান্তর হয়েছে। অফিস কেবল বসেছিল কিছুদিন। এরই মাঝে ভাঙন কিনারে চলে আসায় সেই নতুন ভবনটি ভেঙ্গে ফেলতে হয়েছে। নতুন ভবনের ছবি যেমন আমার ক্যামেরায় আছে; তেমনি ভেঙে ফেলার দৃশ্য, ভবনটির কংকালের ছবিও ক্যামেরায় ধরার সুযোগ পেয়েছি। ঢালচরের এমন আরও অনেক পরিবর্তনের সাক্ষী আমি, আমার ক্যামেরা। নোটবুকে রয়েছে সেসব বিবরণ। নোটবুক খুললে যেন এক একজন নিঃস্ব মানুষের আর্তিই শুনতে পাই।

আজ আমার খুব মনে পড়ছে জেবল হকের কথা। বয়স সত্তরের কাছাকাছি। ঢালচরের অতি পুরনো সত্যেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৪০ শতাংশ জমি দিয়েছিলেন। জীবন সায়াহ্নে এসে সব হারানো এ মানুষটা মুজিব কিল্লার ওপর দাঁড়িয়ে আমাকে বললেন, আমি এখন কোথায় থাকব? স্কুলের একটা রুমে আমাকে থাকতে দিতে বলেন না! আমি তার কথার জবাব দিতে পারিনি। তবে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মুজিব কিল্লা, আশপাশের ঘরবাড়ি- কিছুই নেই এখন আর। খানিক দূরে লাইটহাউস কাম রেডিও স্টেশন নির্মাণের পরিকল্পনা নিয়েছিল সরকার। জমির সীমানাও নির্ধারণ হয়েছিল। ঝুলানো হয়েছিল সাইনবোর্ড। আমার ক্যামেরায় সেসব ছবি জ্বলজ্বল করছে; কিন্তু প্রকল্প এলাকার অস্তিত্ব এখন আর অবশিষ্ট নেই। স্কুলগুলো এক স্থানে জড়ো হয়েছে; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদারের বাড়ির সামনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, হাইস্কুল, গ্রামীণ ফোন টাওয়ার সবই এখন এক স্থানে। এ এলাকাটি বনের কাছাকাছি। ভাঙন এ অবধি চলে এলে ঢালচরের আর কোনো অস্তিত্বই থাকবে না।

ঢালচর ভাঙছে, প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। বলা যায় অন্তিমকাল। তবুও এখনো ঢালচরের গুরুত্ব আছে। এটা হয়তো অনেকেরই জানা নেই, ঢালচর থেকে প্রতি বছর অন্তত ২০০ কোটি টাকার ইলিশ পায় দেশ। এখান থেকে আসে সরকারের রাজস্ব। কিন্তু এর বিনিময়ে ঢালচরের মানুষেরা কী পায়? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসে; উত্তর মেলে না। আসলে সরকারের এ বিপুল রাজস্ব আয়ের বিনিময়ে ঢালচরের মানুষজন কিছুই চায় না। তারা চায়, জীবিকার অবলম্বন মাছ ধরার সুযোগ আর মাথা গোঁজার ঠাঁই। কীভাবে দেবে এ সুযোগ? হ্যাঁ, এখনও এখানে আছে আশার আলো। সে কথাই বলছিলেন ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদারসহ এলাকার বাসিন্দারা।

ঘরবাড়ি হারিয়ে অচিরেই হয়তো তাকেও চলে যেতে হবে ঢালচর ছেড়ে, ছবি: বার্তা২৪.কম

ঢালচরের মানুষের প্রথমে দরকার মাথা গোঁজার ঠাঁই। তারপর প্রয়োজন ইলিশের ট্রলার ভেড়ানোর জন্য একটি খাল। ইলিশের মাছঘাটগুলো সাধারণত একটি খালকে ঘিরে গড়ে ওঠে। ঢালচরের সব খাল মিশে গেছে মেঘনার স্রোতে। ফলে এ বছর ইলিশের ট্রলার ভেড়ানোর কোনো স্থান এখানে নেই। এ দু’টো সমস্যা সমাধানের জন্য রয়েছে দু’টো পথ। প্রথমত, মানুষের বসতির সমস্যা সমাধানের জন্য বনের পাশে পড়ে থাকা প্রায় তিন হাজার একর খাস জমি ব্যবহার করা যেতে পারে। বনহীন এ খোলা ভূমি পড়ে আছে বছরের পর বছর। এখানে বন হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ফলে অনায়াসে এখানে দ্বীপের নিঃস্ব মানুষদের পুনর্বাসন করা যেতে পারে। দ্বিতীয়ত, ওই পতিত খাস জমির গা ঘেঁসে আছে একটি খাল; যেটি ইলিশের ট্রলার ভেড়ানোর কাজে ব্যবহার করা যেতে পারে। ঢালচরবাসী সেটাই চান। পতিত জমিতে জনবসতি গড়ে উঠলে; খালে ট্রলার ভিড়লে বন বিভাগের কোনো ক্ষতি হওয়ার কথা নয়। বরং ঢালচরের সব হারানো মানুষেরা ফিরে পেতে পারে সেই হারানো সুদিন। আসুন না, ঢালচরবাসীর সেই আশার গল্পে পূর্ণতা দিতে উদ্যোগ নেই!

রফিকুল ইসলাম মন্টু: উপকূল-অনুসন্ধানী সাংবাদিক।

 

   

চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভোলার চরফ্যাশনে হিটস্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত যুবক মিরাজ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রতিবেশী আরিফ জানান, যুবক মিরাজ প্রচণ্ড রোদে দুপুরে তার নিজ বাড়িতে কাজ করছিলো। প্রায় দুই ঘণ্টা তীব্র রোদে থাকার পর হঠাৎ তার বুকে ব্যথার অনুভব হয়। বিকালে ব্যথা আরও তীব্র হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন হাসপাতালে কর্মরত সাব-অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবক মিরাজ হিট স্ট্রোকে মারা গেছেন।

;

ফেনীতে গরমে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সারাদেশের ন্যায় ফেনীতেও বইছে তীব্র তাপদাহ। কয়েকদিনের তীব্র গরমে বেড়েছে ডাবের চাহিদা, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম। বিক্রেতারা বলছেন, বাজারে ডাবের চাহিদা তুঙ্গে। তবে সরবরাহ কম থাকায় বাজারদর ঊর্ধ্বমুখী। প্রায় ৬০ টাকা বেড়ে ছোট সাইজের ডাব বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অন্যদিকে মাঝারি ও বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এটি রেকর্ড মূল্য মনে করছে ক্রেতারা।

বুধবার (২৪ এপ্রিল) ফেনী শহরের ট্রাংক রোড, নাজির রোড, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, কলেজ রোড ও সদর হাসপাতাল মোড়, মুক্তবাজার এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ডাবের দোকানে ক্রেতাদের ভিড়। দাম বেশি হলেও গরমের ক্লান্তি কাটাতে ডাব কিনে খাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


শহরের নাজির রোড এলাকায় ডাব বিক্রি করেন রিফাত। বার্তা২৪.কম-কে তিনি বলেন, ঈদের ছুটির পর পাইকাররা ডাবের দাম ৩০ থেকে ৬০ টাকা বাড়িয়েছে। গত বছরে ব্যবসায় এত বেশি দাম কখনো দেখিনি। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও এত দাম ছিল না। বেশি দামে ক্রয় করতে হচ্ছে তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

মুক্তাবাজারের ডাব বিক্রেতা এসানুল হক বলেন, সবসময় ঈদের পরপর চাহিদা কম থাকত, কিন্তু এবার তীব্র তাপপ্রবাহের কারণে চাহিদা বেড়ে গেছে।উৎপাদকদের কাছ থেকে সরবরাহকারীরা বেশি দামে ডাব কিনেছেন, আর তাই পাইকারি বাজারে ডাবের দাম বাড়ছে বলে জানান এই বিক্রেতা।

সাফওয়ান নামে এক ক্রেতা বলেন, আমাদের দেশে ব্যবসায়ীরা সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়। গরমে ডাবের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তারপরও হাসপাতালে চিকিৎসাধীন মায়ের জন্য ১৪০ টাকায় একটি ডাব কিনেছি। দাম যেমনই হোক না কিনে তো আর পারি না।


শহরের হাসপাতাল মোড়ে কথা হয় সাহাবউদ্দিন নামে আরেক ক্রেতার সঙ্গে। ডাবের বাজারদর নিয়ে তিনি বলেন, ১২০ টাকার নিচে তেমন কোনো ভালো ডাব নেই। যেভাবে গরম পড়ছে কিছুটা স্বস্তির জন্য এখানে এসেছি। সব দোকানেই দাম প্রায় একই।

শহরের নাজির রোড এলাকার খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, গরমে গত কয়েকদিন স্বাভাবিক সময়ের চেয়ে ৩০-৪০টি ডাব বেশি বিক্রি হচ্ছে। তবে বাজারে ডাবের সংকট থাকায় দাম কিছুটা বেশি। আমরা খুচরা পর্যায়ে সাধারণত কেনা দামের চেয়ে কিছু বেশি দামে বিক্রি করি। খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির সঙ্গে আমাদের কোনো হাত নেই।

ফেনী মহিপাল ফল আড়তের আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ী বলেন, ফেনী শহরে যেসব ডাব বিক্রি হয় সেগুলো মূলত নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকার। অল্প কিছু ডাব জেলার উপকূলীয় উপজেলা সোনাগাজী থেকে আসে। এখানে ডাবের কোনো আড়তও নেই। সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে ট্রাকে করে ডাবগুলো এনে খুচরা বিক্রেতাদের দিয়ে যায়। গত এক সপ্তাহে প্রতিটি ডাবের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। সঙ্গে বেচাকেনাও বেড়েছে।

শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের এডাব ব্যবসায়ী কাইয়ুম বলেন, গরমে প্রতিদিন এখন ৬০ থেকে ৭০টি ডাব বিক্রি হচ্ছে। নোয়াখালী ও সোনাগাজী অঞ্চলের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ১১০ থেকে ১২০ টাকা কেনা ডাব মানভেদে খুচরা পর্যায়ে ১৩০-১৪০ টাকা দরে বিক্রি করছি। তবে ঠান্ডা মৌসুমে একই ডাব ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয় বলেন তিনি।

;

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো নিহত ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।

বুধবার (২৪ এপ্রিল) ভোরে শহরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে চলমান রেললাইন হতে ১০ ফিটের বাহিরে এক মহিলার লাশ পড়ে থাকতে থেকে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

এবিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম, পরিচয় এখনো জানা যায়নি।

;

রাজ-পরীর সংসারে নতুন ২ অতিথি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘর আলোকিত করে এসেছে নতুন তিন অতিথি। যদিও একটা শাবক মৃত ছিল। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ টিতে।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, রোজার ঈদের দুই দিন আগে ৯ এপ্রিল সকাল আটটার দিকে বাঘ রাজ-পরীর সংসারে তিনটি মেয়ে বাঘ শাবক জন্ম নেয়। তখন আমরা একটি শাবক মৃত অবস্থায় পায়। বাকি দুটি শাবক মায়ের সঙ্গে আছে। সুস্থ আছে, দুধও খাচ্ছে। ঈদের সময় একটু ব্যস্ততা ছিল তাই আমরা বিষয়টি তখন জানাতে পারিনি।

‘এনিয়ে রাজ-পরীর ঘরে মোট ১২টি বাঘ ও শাবক রয়েছে। যার মধ্যে ৪টি পুরুষ, বাকি সব মেয়ে। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে নতুন শাবক ‍দুটির নাম দেওয়া হবে। আমরা আরও একমাস পর দর্শনার্থীদের জন্য শাবকগুলো উন্মক্ত করব, বলেন চিড়িয়াখানার এ কর্মকর্তা।

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন দুই শাবকসহ বর্তমানে বাঘের সংখ্যা মোট ১৯টি, যার মধ্যে ১৩টি মেয়ে ৬টি পুরুষ। ১৯টির মধ্যে ৫টি সাদা বাঘ‌।

গতবছর চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মগ্রহণ করা এক জোড়া বাঘ দিয়ে প্রাণী বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হতে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই বেঙ্গল টাইগার দম্পতি রাজ-পরীর তিনটি ছানার জন্ম হয়। যার মধ্যে দুটি ছিল ‘হোয়াইট টাইগার’, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি সাদা বাঘ শাবক মারা যায়। অন্য সাদা বাঘিনীটি ‘শুভ্রা’। কমলা-কালো বাঘিনীটির নাম দেওয়া হয় ‘জয়া’। শুভ্রা বাংলাদেশে প্রথম সাদা বাঘ। এর আগে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘ শূন্য ছিল।

;