ঢাকা-খুলনা মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষদের দুর্ভোগ

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

গণপরিবহন বন্ধ থাকায় মানুষ পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকায় মানুষ পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে আসা ঈদে ঘরমুখো মানুষরা চরম দুর্ভোগে পড়েছে। পাটুরিয়া প্রান্ত থেকে ঘাট পার হলেও দৌলতদিয়াতে এসে কোনো যানবাহন না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে তারা।

শনিবার (২৩ মে) সকাল ৮টায় সরেজমিনে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

মূলত শনিবার ভোর থেকেই ঘাটে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এসে তাদের ঘরে ফিরতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়ার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছে।

যশোরগামী যাত্রী রাব্বি হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘প্রায় ঘণ্টাখানেক আগে ঘাটে এসেছি। কিন্তু এখান থেকে যশোর যাওয়ার কোনো যানবাহন পাচ্ছি না।’

বিজ্ঞাপন

সপরিবারে ঢাকা থেকে মাগুরায় যাচ্ছেন বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা রুহুল আমিন। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘গাবতলী থেকে ৪ হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে পাটুরিয়াতে এসেছি। এখন দৌলতদিয়া থেকে মাগুরা যেতে প্রাইভেটকারে ৫ হাজার টাকা চাচ্ছে।’