চবি'তে কোভিড-১৯ চিকিৎসা সেবায় শিক্ষক সমিতির পদক্ষেপ



লুৎফে আলি মহব্বত, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের জন্য ৫ টি অক্সিজেন ও পালস অক্সিমিটার কেনার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষক সমিতি। তাছাড়া কোন শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত হলে তাদের জন্য ক্যাম্পাসে ও চট্টগ্রাম শহরে দুটি আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

গত কয়েকদিনে করেনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন শিক্ষকসহ একাধিক জনের মৃত্যু ও আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে চবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

মঙ্গলবার (২ জুন) সমিতির সূত্রে বলা হয়, শহরে শিক্ষক ক্লাবের গেস্ট হাউজে পাঁচটি এবং ক্যাম্পাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ও মেডিক্যাল সেন্টারের দ্বিতীয় তলায় পাঁচটি বেডের আইসোলেশন সেন্টার করা সম্ভব।

উল্লেখ্য, আইসিইউ স্থাপন একটি সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান প্রয়োজন এবং আইসিইউ'র যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করা প্রয়োজন। শিক্ষক সমিতি ইতিমধ্যে আইসিইউ বিশেষজ্ঞ এবং আইসিইউ বেড ও অত্যাধুনিক সরঞ্জামাদি প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ করেছে। এই মুহুর্তে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বাঁধার কারণে এসব সরঞ্জামাদি আমদানি করা বেশ দুরহ ব্যাপার। এই ক্ষেত্রে এই মুহুর্তে বিশ্ববিদ্যালয়ে আইসিইউ ফ্যাসিলিটি, বেড ও প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রাংশ স্থাপন সম্ভব নয় বলে সমিতি মনে করে।

এই পরিস্থিতিতে, চলমান বেসরকারি হাসপাতালগুলোতে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি বেড ডোনেশনের মাধ্যমে চবি শিক্ষকদের জন্য অগ্রাধিকার সেবা পাওয়ার ব্যাপারে একটি আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে বলে সমিতির তরফে বার্তা২৪.কমকে নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ও সংযুক্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাউদার্ন মেডিকেল কলেজের সাথে আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা করা যেতে পারে।

অনেক শিক্ষক ও তাদের পরিবার এ মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত উল্লেখ করে এই ক্ষেত্রে মনোবিজ্ঞান বিভাগকে শিক্ষক ও ছাত্রদের বিশেষ কাউন্সেলিং সার্ভিস প্রদান করার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মনোবিজ্ঞান বিভাগের বিশেষ ক্লিনিক্যাল কাউন্সেলিং সার্ভিস শুরু হয়েছে এবং তার জন্য ছয়জন ক্লিনিক্যাল কাউন্সিলর নিযুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত কভিড টেস্টিং ল্যাব কেবলমাত্র নমুনা পরীক্ষা করা হবে। বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের জন্য অনুমোদিত নয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নমুনা সংগ্রহ ও দ্রুত পরীক্ষার জন্য শিক্ষক সমিতি থেকে উদ্যোগ নেয়া হয়েছে এবং এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশনের বুথ, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার এবং হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে।

কোভিড আক্রান্ত কোন শিক্ষককে বিশেষ ক্ষেত্রে হোম আইসোলেশনের পরিবর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে চট্টগ্রাম ফিল্ড হসপিটালে বিশেষ অগ্রাধিকার/ব্যবস্থার জন্য আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে বলেও শিক্ষক সমিতি জানিয়েছে।

   

সূর্যের প্রখরতায় জনজীবনে অস্বস্তি, ৩ দিনের হিট অ্যালার্ট জারি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বৈশাখের শুরু থেকেই সারাদেশে সূর্যের প্রখরতা বাড়ছে। সূর্য উদয় থেকেই তেজদীপ্ততা শুরু হয়, সেই থেকে সূর্যাস্ত পর্যন্ত তীব্র তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। শুধু তাই নয় রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। এতে জনজীবনে বাড়ছে অস্বস্তি। দেশের এমন পরিস্থিতি আগামী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন।

তিনি জানান, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

এদিকে বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এদিকে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বেলা তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। বৃষ্টি না হওয়ায় এ তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

 

;

মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ১১ সদস্য বাংলাদেশে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

২৪ ঘণ্টা না পেরোতে আবারো ১১ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তারা। এ নিয়ে বর্তমানে ২৮৫ জন মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বিজিবি সদস্য আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) নতুন করে টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি ৮ জন বিজিপি সদস্য আশ্রয় গ্রহণ করেন। 

এর আগে গতকাল রাতে টেকনাফের নাফ নদী পার হয়ে কোস্ট গার্ডের কাছে ১৩ জন বিজিপি সদস্য আত্মসমর্পণ করে। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদেরকে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে (১১ বিজিবি) হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, গতকাল ১৩ জন এবং আজকে ১১ জন বিজিপি সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত সর্বমোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে। তারা সবাই বিজিবি হেফাজতে আছে।   

;

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে এসময় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫২ জন।

শুক্রবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট সাতজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১৩ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

;

বিএনপি নেতাদের বক্তব্য সার্কাস মনে হয়: হাছান মাহমুদ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিএনপি নেতা কর্মীদের বক্তব্য ও কর্মকাণ্ড সার্কাস মনে হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে 'ভুবনজোড়া শেখ হাসিনার আসন খানি' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বানর যেমন নাচে সার্কাসে বিএনপি নেতা কর্মীর কার্যক্রম সে রকম ভাবেই ফুটে উঠে। কোনো কিছু হলেই তারা বিদেশিদের ধরনা দেয়। বিএনপির রাজনৈতিক দুর্বলতা সেখানেই। চেয়ে চেয়ে তারা মিটিং নেন, বিদেশিদের সাথে আলোচনা করেন। জনগণের কাছে যদি বিএনপি না যায় কোন বিদেশি তাদের ক্ষমতার আসনে বসাতে পারবে না। কারণ বাংলাদেশের ক্ষমতার মালিক এ দেশের জনগণ।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা অপ্রচার চালানো হয়েছে। ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার খল নায়ককে (জিয়াউর রহমানকে) নায়ক বানানোর অপচেষ্টা করা হয়েছে। তবে এ অপচেষ্টার ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সে বিতর্কের কবর রচনার প্রজেক্ট নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে শেখ হাসিনার জন্য। খালেদা জিয়া পহেলা বৈশাখ পালনে বাধা দিয়েছিলেন। তবে শেখ হাসিনা পহেলা বৈশাখে ছুটি ঘোষণা দিয়েছেন। ভাতা চালু করেছেন। সংস্কৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর যে চেষ্টা তা সব স্থানেই প্রশংসিত।

শেখ হাসিনাকে মৃত্যুঞ্জয়ী উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও এরশাদের পৃষ্টপোষকতায় বার বার প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা চালানো হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। তবে তিনি তো মৃত্যুঞ্জয়ী। বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

এসময় বিশ্বের প্রতিটি দেশে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা আছে উল্লেখ করে বলেন, নারী নেত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্ব অর্জন বিশ্বে বিরল।

;