পটুয়াখালীতে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীতে ট্রাকচাপায় রুনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিডের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

রুনা বেগম আমতলী কড়ইবুনিয়া এলাকার বাসিন্দা আমির হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রোববার সকালে শহর থেকে সিমেন্ট ভর্তি মিলি এন্টারপ্রাইজের একটি ট্রাক বিদ্যুৎ এর পাওয়ার গ্রিডের সামনের সড়কে এক মহিলাকে চাপা দেয়। ঘটনা স্থলে মহিলা মারা যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ জানান, সকালে পাওয়ার গ্রিডের সামনের সড়কে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

বিজ্ঞাপন