জামালপুরে একদিনে র‌্যাবসহ ৩৩ জনের করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

জামালপুরে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক, র‌্যাব সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে দুই দফায় ১৭৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

জেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের ২৩, ইসলামপুরের ৫, মাদারগঞ্জের ২ ও সরিষাবাড়ীর ৩ জন।

জামালপুর সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৩৩ জন করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী, র‌্যাব-১৪ এক সদস্য, সিটি ব্যাংকের এক কর্মী এবং পোস্ট অফিসের কর্মকর্তা রয়েছেন।

এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জন। মারা গেছে ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৮ জন।