সাভারে করোনা আক্রান্তের প্রায় ৮৬ শতাংশই সুস্থ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১১ জুলাই পর্যন্ত মোট সুস্থ্যের সংখ্যা দাঁড়াল ৭৫৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ফেরদৌসী আক্তার।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১১ জুলাই ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে একই দিনে সুস্থ হয়েছেন ১৩ জন রোগী।

তিনি আরও জানান, গত ১১ জুলাই পর্যন্ত ৪ হাজার ৩১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৪ জন। এছাড়া হোম আইসোলোশনসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৮ জন। বর্তমানে সাভারে শুধুমাত্র এই ৯৮ জনের দেহেই করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।