মহাখালীতে বিদেশ গমনেচ্ছুক ৪০০ জনের করোনা নমুনা সংগ্রহ
বাংলাদেশে করোনাভাইরাসমহাখালী ডিএনসিসি মার্কেটে অস্থায়ী আইসোলেশন কেন্দ্রে বিদেশগামী বাংলাদেশের নাগরিকদের কোভিড-১৯ পরীক্ষা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) প্রথম দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেখানে ১৭টি করোনা নমুনা সংগ্রহের বুথ রয়েছে। সে বুথগুলোতে স্বাস্থ্য বিধি মেনে বিদেশ গমনেচ্ছুক যাত্রীরা করোনার নমুনা দিচ্ছেন।
শুধু যে বাংলাদেশি আছে এমন না। বাংলাদেশে অবস্থিত বিদেশিরা যারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে চান এরকম অনেকেই সেখানে টেস্ট করতে এসেছেন।
নমুনা দিতে আসা মোখলেছুর রহমান বার্তা২৪.কমকে বলেন, সঙ্গত কারণেই আমি যে দেশে যাবো সেটার নাম বলছি না। তবে এই পদ্ধতিটা যদি আগে থেকে শুরু হতো ইতালিতে আমাদের সুনাম নষ্ট হতো না। আশা করি আর কোন সমস্যা হবে না।
এদিকে ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করছে। নমুনা সংগ্রহ করছে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট জেলা।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা মো. আশিক বার্তা২৪.কমকে জানান, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে ।