পদ্মায় তীব্র স্রোত: শিমুলিয়ায় ১৪ ফেরির মধ্যে চলছে ৫টি

শিমুলিয়া ঘাট এলাকা।
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৪টি ফেরির মধ্যে বর্তমানে ৫টি চালু রয়েছে। বাকি ৯টি ফেরি বন্ধ করে রাখা হয়েছে।
এদিকে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
অপরদিকে এই নৌরুটে যাত্রীদের জন্য ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে শিমুলিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় সাড়ে ৪ শতাধিক যানবাহন রয়েছে। ১৪টি ফেরির মধ্যে বর্তমানে ৫টি চালু রয়েছে। বাকি ৯টি বন্ধ করে রাখা হয়েছে।