ময়মনসিংহে করোনা শনাক্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল
বাংলাদেশে করোনাভাইরাসময়মনসিংহে নতুন করে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। সর্বশেষ পাওয়া তথ্যমতে, মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫০৯ জন।
বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদরে ১৩ জন, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জে পাঁচজন করে এবং ত্রিশাল, তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে সদর উপজেলায়। এখানে এক হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া ভালুকায় ২৭৫ জন, মুক্তাগাছায় ১৩৮ জন, ঈশ্বরগঞ্জে ১১০ জন, ত্রিশালে ৯৫ জন, ফুলপুরে ৮০ জন, হালুয়াঘাটে ৭৭ জন, গফরগাঁও উপজেলায় ৬৮ জন, ধোবাউড়ায় ৬৪ জন, ফুলবাড়িয়ায় ৪৯ জন, নান্দাইলে ৩৮ জন, তারাকান্দায় ৩৪ জন এবং গৌরীপুরে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় আক্রান্তদের মধ্যে ৬২৮ জন আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৬ জন। সুস্থতার হার প্রায় ৭৪ শতাংশ। এদিকে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।