বগুড়ায় একদিনে ২০৯ জন করোনামুক্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় এক দিনে নতুন করে আরো ২০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। একই সঙ্গে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন এবং মারা গেছেন আরো ২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৪, নারী ১৬ ও শিশু ৪ জন।

বুধবার (২২ জুলাই) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২৮২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬৪ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ পজিটিভ আসে।

উপজেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০, শিবগঞ্জে ৫, শেরপুরে ৫, দুপচাঁচিয়ায় ৪, আদমদীঘিতে ৪, নন্দীগ্রামে ২, শাজাহানপুরে ২, সারিয়াকান্দি ও গাবতলী একজন করে এই নিয়ে বগুড়ায় মোট ৪ হাজার ৩১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩১১ জন। প্রাণহানি হয়েছে মোট ৮৫ জনের।

বিজ্ঞাপন