কুমেকে করোনার উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অভ্যন্তরে করোনাভাইরাসে সংক্রমিত বা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য অস্থায়ীভাবে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

এই কোভিড-১৯ হাসপাতালে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৯ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে দুই জন পুরুষের বাড়ি বরুড়া (৭২) ও বুড়িচং উপজেলায় (৬৫)।

এছাড়া দাউদকান্দি উপজেলার এক নারী (৩৪) মারা গেছেন। আর করোনা ও করোনা উপসর্গ নিয়ে এই কোভিড-১৯ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯৮ জন। এদের মধ্যে ৪৩ জন করোনা পজিটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।