করোনায় ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট ৮২টি ল্যাবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৬৪হাজার ১৯৫টি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৪  ঘণ্টায় আরও  ২হাজার ৬৬৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৯৬০ জন।

মৃত ৪৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।