গাংনীর বুদুর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

গ্রেফতার হাসিবুল ইসলাম।
মেহেরপুরের গাংনীর বুদুর সেকেন্ড ইন কমান্ড হাসিবুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, বিস্ফোরক ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি।
দীর্ঘদিন দুবাই থাকার পর রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মেহেরপুরের গাংনী থানা পুলিশ।
হাসিবুল ইসলাম গাংনী উপজেলার কষবা গ্রামের ইমরান হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০১৩ সালে কষবার শুকুর মীরের ওপর বোমা হামলা, ২০১৬ সালে নিজাম ডাকাতকে হত্যা এবং একটি মাদক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি।
জানা গেছে, হাসিবুর রহমান কষবার কুখ্যাত সন্ত্রাসী বুদুর ভাতিজা। বুদুর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এক সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। চাঁদাবাজি, বোমাবাজি, হত্যা ও মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ৩ মামলার আসামি হিসেবে হাসিবুর রহমানকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।