দুদুক পরিচালক ও ডা. মঈনের মৃত্যুতে সংসদে শোক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সপ্তম অধিবেশনে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

শুরুতেই স্পিকার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি ব্যাখ্যা করেন।

পরে স্পিকার অন্যান্য অধিবেশনের মতো ৭ম অধিবেশনে প্যানেল সভাপতি হলেন ৫ জন। এবারের অধিবেশনে প্যানেল সভাপতি হলেন- আ স ম ফিরোজ. আবুল কালাম আজাদ, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকী। সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তার সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

অল্প সংখ্যক সংসদ সদস্য নিরাপদ দূরত্বে বসে ব্যতিক্রমী এই অধিবেশন শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য সংসদ সদস্যগণ মুখে মাস্ক ব্যবহার করেই অধিবেশনে যোগদান করেন। তবে স্পিকারের মুখে কোনো মাস্ক দেখা যায়নি।