শুধু নারী নির্যাতন নয়, বাংলাদেশকে ধর্ষণ করেছে সরকার: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার শুধু নারী নির্যাতন নয়, সারা বাংলাদেশকে ধর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘আমাদের এই আন্দোলন কর্মসূচি প্রেসক্লাবের সামনে শুধু সীমাবদ্ধ রাখলে চলবে না। সারাদেশে আমাদের এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ শুধু নারী ও শিশুদের রক্ষার জন্য নয়, নিজেদের অধিকার ও এই দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। এ দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। বাংলাদেশের মানুষ কখনো অত্যাচার স্বৈরাচারী সরকারের কাছে মাথা নত করেনি। ইতিহাস কথা বলে। দেশের মানুষ বারবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুবকরা, তরুণরা তাদের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছে।’

তিনি বলেন, ‘আজকে জাতি মহা সংকটের মধ্যে রয়েছে। এই সংকট তাদের অস্তিত্বের সংকট। এই সংকট এদেশের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ধ্বংস করে দেয়ার সংকট। আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য অনেক আগেই লড়াই শুরু করেছিলাম। আমাদের মা-বোনেরা সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে নারী নির্যাতনের হার বেড়ে গেছে, বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। এসব নিয়ে উদ্বিগ্ন হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তার সেই স্টেটমেন্টে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এ দেশের মানুষের শান্তি ও সম্মান নষ্ট হয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই ধর্ষণের দায় তারা এড়াতে পারেন না। আমি বলি, তারা যে সরকার তৈরি করেছে, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। আপনারা গায়ের জোরে, বন্দুক ধরে, আগের রাতে ভোট চুরি করে, জনগণের অধিকার হরণ করেছেন।’

তিনি বলেন, ‘সারাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকার ক্ষমতা দখল করেছে। সরকারকে এখন মানুষ কোনো ভয় পায় না। মানুষ ভয় পায় পুলিশকে।’

দেশের নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আজকে আমার মা বোনদের প্রতি আহ্বান রইল, আপনাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।’