শওকত মাহমুদ অনুতপ্ত হাইকমান্ড নমনীয়

  • পলিটিক্যাল এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শওকত মাহমুদ

শওকত মাহমুদ

বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) হাইকমান্ড কিছুটা নমনীয়। শোকজের জবাবে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ জানিয়েছেন, তিনি অনুতপ্ত এবং তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি সতর্ক হওয়ারও অঙ্গীকার করেছেন। ফলে দলের শীর্ষ মহল কিছুটা নমনীয় হয়েছে।

আরও পড়ুন: বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন শওকত মাহমুদ!

বিজ্ঞাপন

গত পার্লামেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় শওকত মাহমুদ শৃঙ্খলা বিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। তার এ ধরনের কর্মকাণ্ডের সব তথ্য দলের হাইকমান্ডের কাছে রয়েছে। তারা এটাকে ‘অতি বিল্পবী’ হিসেবে আখ্যায়িত করেছেন। দলীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে তাকে আজ চূড়ান্ত একটা সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে মেজর (অব.) হাফিজউদ্দিন শুক্রবার (১৮ ডিসেম্বর) তার শোকজের জবাব দিবেন। শনিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করবেন তার অবস্থান। দলের এই অন্যতম ভাইস চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।