কমিটিতে থাকলেও সভায় নেই মেজর হাফিজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ

ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বিষয়ভিত্তিক ১৫টি কমিটি এবং ১০টি বিভাগীয় সমন্বয়ে মোট ২৫টি কমিটির গঠন করেছে দলটি। সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কারণ দশানোর নোটিশ প্রাপ্ত দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ আছেন বরিশাল বিভাগীয় কমিটিতে। বরিশাল বিভাগীয় কমিটিতে নাম থাকলেও কমিটির প্রথম সভায় দেখা যায়নি মেজর হাফিজকে। জানা গেছে মেজের হাফিজকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। যার কারণে তিনি আসেননি।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগীয় উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির যুন্ম মহাসচিব এডভোকেট মজিবুর রহমান সারোয়ার।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল আলতাফ হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিএনপির আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনাকুল ইসলাম টিপু, ফিরোজুজ্জান মামুন মোল্লা, হাসান মামুন, হায়দার আলী লেলিন, কর্নেল (অবঃ) শাহজাহান মিলন প্রমুখ।

বৈঠকে মেজর হাফিজ না থাকার ব্যাপারে বরিশাল বিভাগের উদযাপন কমিটির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, 'বৈঠকে তিনি (মেজর হাফিজ) ছিলেন না। কমিটির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আজকের সভায় অনেকই আসেন নাই, হয়ত তাদের কাজ ছিল।   এটা গুরুত্বপূর্ণ কিছু না।'

সভায় না থাকার ব্যাপারে ভিন্ন কথা বলছেন মেজর হাফিজ। তিনি বলেন 'আমাকে তো কেউ ফোন করেনি, কেউ বলেনি মিটিংয়ে আসেন। তাহলে কীভাবে যাবো।'

কমিটিতে মেজর হাফিজের নাম আছে তা জানেন না বরিশাল বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির যুন্ম মহাসচিব এডভোকেট মজিবুর রহমান সারোয়ার। তিনি বলেন, 'আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি করার জন্য আজ বসেছিলাম। বরিশালে যারা ঢাকায় থাকে তাদের ডাকা হয়েছিল। আগামী ৫ তারিখে বরিশালে মিটিং করা হবে, সেখানে কাদের কাদের রাখা যায় তার একটা তালিকা করেছি।'

আজকের বৈঠকে মেজর হাফিজের না থাকার ব্যাপারে মজিবুর রহমান সারোয়ার বলেন, 'তার (মেজর হাফিজ) নাম আছে নাকি তা জানি না। আমি শুরু জানি, সেলিমা আপা (সেলিমা রহমান) আহবায়ক আর আমাকে সদস্য সচিব করা হয়েছে। তার নাম থাকলে আগামী ৫ তারিখ বরিশালে সভায় আমন্ত্রণ জানানো হবে।'