অপরিবর্তিত মওদুদের শারীরিক অবস্থা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অপরিবর্তিত মওদুদের শারীরিক অবস্থা। ছবি: সংগৃহীত

অপরিবর্তিত মওদুদের শারীরিক অবস্থা। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা গতকালের মত আজও অপরিবর্তিত আছে।

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর তাকে এপোলো হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

২ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তির পর মওদুদ আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) শায়রুল বার্তা২৪.কম’কে জানান, ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। এখনো সিসিইউতে আছে, কেবিনে দেয়া হয়নি। কেবিনে দেয়ার মত উন্নতি হয়নি। গতকালের মত আজও তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

এপোলো হাসপাতালে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন মওদুদ আহমদে। ভর্তি হবার পর দু’বার কোভিড-১৯ পরিক্ষা করা হয়েছে। দু’বারই করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতৃবৃন্দেরা খোঁজ খবর রেখেছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রেখেছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

প্রসঙ্গত, ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।