জামায়াত এখনও পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে: হানিফ

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী রাজাকারের দল বলে মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে যারা জামায়াতের রাজনীতি করে, তারা এখনও পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে। আর এদের দোসর বিএনপি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী। তারা একাত্তরে পাকিস্তানের সৈনিক ছিলো। এখনও স্বাধীন বাংলাদেশে রাজাকার হিসেবেই তারা আছে। তারা পাকিস্তানি আদর্শ বহন করে।
বৃহস্পতিবার (১২ মে) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উপকূল সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, যখন কাদের মোল্লার ফাঁসি হলো পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। তার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, কাদের মোল্লা মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের অকুতোভয় সৈনিক ছিলেন। আমরা অবাক হলাম। ১৯৭১ সালে যে রাজাকার ছিল ২০১৩ সালে এসেও সে কিভাবে পাকিস্তানের সৈনিক থাকে। তার মানে তারা এখনও পাকিস্তানের সৈনিক।
একইভাবে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ তাদের যখন রায় কার্যকর হলো পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। নিজামীকে বেসামরিক খেতাব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এসমস্ত রাজাকার-আলবদর পাকিস্তানের প্রেতাত্মাদের কাছ থেকে দূরে থাকতে হবে।
বিএনপি দেশের উন্নয়নে কোনো ভূমিকা রেখেছে এমন নজির নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের উন্নয়ন আপনাদের (বিএনপি) পছন্দ হয় না। তাহলে আপনারাই বলেন, ক্ষমতায় থাকতে দেশের কি উন্নয়ন করেছেন। ক্ষমতায় থাকতে উন্নয়ন করেছে এমন কিছুই তারা দেখাতে পারে না। আপনারা স্থানীয় বিএনপি নেতাদের জিজ্ঞেস করে দেখবেন, ক্ষমতায় থাকতে কোন উন্নয়ন তারা করেছে? দেখবেন তারা একটাও দেখাতে পারবে না। তারাতো কাজ করে নাই।