তারাকান্দার বিষকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল(৪০) ও তার চাচাতো ভাই মোশাররফ হোসেনকে(৪৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃত সাকিব আহমেদ বাবুল উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাষ্টারের ছেলে এবং মোশাররফ হোসেন একই এলাকার মৃত শরাফ উদ্দিন মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাকির আহমেদ বাবুল কে যৌথবাহিনী শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, আসামী সাকির হোসেন বাবুলকে তারাকান্দা থানা দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।