সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাতক্ষীরা জেলা আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের নির্দেশনা অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) এডভোকেট সৈয়দ ইফতেখার আলী তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্ত সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

তিনি দলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের এই নির্দেশ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে, দলের এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকেই এটি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন।

বিজ্ঞাপন