মানিকগঞ্জে আহ্বায়ক কমিটি থেকে বিএনপি নেতার পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেন্দ্র ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি দাবি করে সদস্য পদ থেকে পদত্যাগ করেছে জেলা বিএনপি নেতা আতাউর রহমান আতা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা রোডের নিজ বাস ভবন থেকে বিএনপি’র কিছু নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

বিগত সময়ে জেল-জুলুমের শিকার এবং নিজেকে বিএনপি’র প্রতিষ্ঠাকালীন নেতা দাবি করে আতাউর রহমান বলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা তার নিজের পছন্দের লোকজন নিয়ে নতুন একটি কমিটির অনুমোদন করিয়েছেন। নবগঠিত এই কমিটিতে জেলা বিএনপি’র ত্যাগী নেতারা স্থান পায়নি।

কেন্দ্র থেকে আতার নাম নবগঠিত কমিটিতে যুক্ত করে দিয়েছেন দাবি করে তিনি বলেন, রাজপথে বহু ত্যাগ তিতিক্ষা সহ্য করে ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল-জুলুমের শিকার হয়েছে তারা এই কমিটিতে স্থান পায়নি। বিএনপি’র সাবেক সভাপতি আফরোজা খান রিতার আস্থা ভাজন ব্যক্তিরাই নবগঠিত এই কমিটিতে স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তার নিজের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে হয় প্রতিপন্ন করা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মানিকগঞ্জের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের স্বমন্বয়ে নতুন করে কমিটি ঘোষনার দাবিতে তিনি পদত্যাগ করেছেন। তবে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেও বিএনপি’র রাজনীতির সঙ্গেই তিনি আমৃত্যু যুক্ত থাকবেন বলে জানান।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সাবেক আহ্বায়ক অ্যাড. জামিলুর রশিদ খান, সাবেক সহ-সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলু, মোতালেব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন মহব্বত অনেকেই উপস্থিত ছিলেন।