চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, আজ ফুটবলের রাত!



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
রাতে ইউরোপ সেরা হতে লিসবনের মাঠে পিএসজি-বায়ার্ন মহারণ

রাতে ইউরোপ সেরা হতে লিসবনের মাঠে পিএসজি-বায়ার্ন মহারণ

  • Font increase
  • Font Decrease

সনি টিভিতে এই ফাইনালের বিজ্ঞাপনে বলা হচ্ছে- ‘ঘুমানো মানা!’ আর আজ রাতের এই ফাইনাল প্রসঙ্গে হাজারো প্রিভিউ’র ভূমিকা জুড়ে এই শব্দটাও থাকছেই-‘আজ ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় রাত!’

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইউরোপের টুর্নামেন্ট হলেও ফুটবল যে পুরো বিশ্বের। আর সেই দাবিতেই আজ শুধু ইউরোপের নয়, পুরো বিশ্বের জন্য বছরের সবচেয়ে বড় ফুটবল রাত!

এই রাতে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বায়ার্নের জন্য ডাল-ভাতের মতোই। এটি তাদের ১১ নম্বর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এই ট্রফি জিতেছে তারা পাঁচবার। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এটিই পিএসজি’র অভিষেক।

ফর্ম, অভিজ্ঞতা, বর্তমান র‌্যাঙ্কিং, বড় দলকে ধসিয়ে দেওয়া এবং বড় ম্যাচে বড় কিছু করে দেখানোর ক্যারিশমার জোসে আজ রাত ১টায় শুরু হওয়া ফাইনালে বায়ার্ন মিউনিখই হট ফেভারিট। সম্ভাবনার নিক্তিতে রোববার রাতের ফাইনালে বায়ার্ন শুরুর আগেই অনেক এগিয়ে থাকলেও মনে রাখতে হবে খেলাটা কিন্তু শুরু হয় রেফারির বাঁশির পরে।

ফুটবলে ফেভারিট তত্ত্ব সম্পর্কে একটা কথা প্রচলিত আছে- ফেভারিট হয়ে মাঠে নামা ভালো, তবে ফেভারিটরাই সব সময় জেতে না। যদি জিততো তাহলে প্রতিবার ব্রাজিল বা আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতো!

পিএসজি কোচ দলের বৈঠকে এই ফেভারিট তত্ত্বের বানী আজ তার খেলোয়াড়দের জোরে জোরে শোনাতে পারেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই প্রথমবারের মতো খেললেও ফ্রান্সের এই দলটিতে শিরোপা জেতানোর মতো খেলোয়াড়ের অভাব নেই। কাতারের তেল ব্যবসায়ীর মালিকানায় পিএসজিতেও আছে অনেক ম্যাচ উইনার।

বায়ার্ন মিউনিখ ইউরোপের এলিট ক্লাবের একটি। কিন্তু পিএসজি রোববার রাতের ফাইনাল শেষে এলিটদের সেই তালিকায় নিজেদের নাম লেখাতেও বদ্ধপরিকর। আজ রোববারের রাত হতে পারে পিএসজি’র জন্য কয়েক বছরে দলের খেলোয়াড়দের পেছনে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করার বিনিয়োগ তুলে নেওয়ার আনন্দময় রাত।

দু’দলে তারকার কোনো কমতি নেই। নেইমার, কাইলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, মাউরো ইকার্ডি বনাম রবার্ট লেভানদোস্কি, সার্জে ন্যাবরি, থমাস মুলার, জুসোয়া কিমিচ- নামগুলো জানাচ্ছে লিসবনে আজ হেভিওয়েট ফুটবলের লড়াই!

এবারের চ্যাম্পিয়নস লিগে ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ টানা সব ম্যাচ জিতে। ১০ ম্যাচের ১০টিতেই জয়। এগারো নম্বর জয়ের অপেক্ষায় রাতের ফাইনালে নামছে তারা। এই ১০ ম্যাচে সবমিলিয়ে বায়ার্ন গোল করেছে ৪২টি। অর্থাৎ প্রতি ম্যাচে গড় গোল চারটিরও বেশি! একটু জানিয়ে দেই, এর মধ্যে কোয়ার্টার ফাইনালে বার্সাকে ধসিয়ে দেয় তারা ৮-২ গোলের উৎসবে। আজ রাতেও কি তেমনই কোনো গোলোৎসবের অপেক্ষায় বায়ার্ন?

দলের এই ৪২ গোলের মধ্যে স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি একাই করেছেন ১৫ গোল। সার্জে ন্যাবরি করেছেন ৯ গোল। দারুণ ফর্মে আছেন বায়ার্নের এই তারকা।

অন্যদিকে উয়েফা র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলছে ১০ ম্যাচে ৮ জয়, একটি ড্র এবং একটি হার নিয়ে। সবমিলিয়ে এই ১০ ম্যাচে পিএসজি করেছে মাত্র ২৫ গোল। গোলদাতাদের মধ্যে ইকার্ডি ও এমবাপ্পে করেছেন পাঁচটি করে গোল।

প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে খুব একটা পছন্দ করে না বায়ার্ন। এখন পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে এই দুটি দল মুখোমুখি হয়েছে ১১ বার। যে লড়াইয়ে পিএসজি জিতেছে ৫ বার। তিনবার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। শেষবারের মতো মুখোমুখি হয়েছিল দুটি দল ২০১৭ সালে। যেখানে বার্য়ান প্রথম ম্যাচে জিতেছিল ৩-১ এ। কিন্তু পিএসজি ফিরতি ম্যাচেই জয় তুলে নেয় ৩-০ গোলে।

আজ রাতের ফল ?

৩-২, এমন কিছুই হবে!

দলের নাম?

রাতেই জানাই!

   

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



Rasel
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;