করোনার ছোবল নেপাল ক্রিকেটেও

সন্দ্বীপ লামিচানে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হতেই একের পর এক দুঃসংবাদ। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের খবর মিলছে ক্রিকেট বিশ্ব থেকে। এবার জানা গেল করোনা পজেটিভ নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে।
খোদ লামিচানে এই দুংসংবাদ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি আইসোলেশনে রয়েছেন। লামিচানে বলেন, ‘আমি করোনায় আক্রান্ত। বুধবার থেকে অসুস্থ বোধ করছি। তবে আমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে আবারো মাঠে ফিরব আমি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।’
নেপাল ক্রিকেটারদের কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প করার কথা ছিল তার। ক্যাম্পের আগেই লামিচানেছাড়াও নেপালের অধিনায়ক জ্ঞনেন্দ্র মল্লসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সামনের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা লামিচানের। তার আগেই আক্রান্ত হলেন করোনায়।
এদিকে পাকিস্তান দলে আরও একজন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ক্রাইস্টচার্চের হোটেলে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। চতুর্থ দিনেও হোটেল রুম থেকেও বের হওয়া সম্ভব হয়নি। তারপরও সাতজন আক্রান্ত হলেন করোনায়!
১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা পাকিস্তানি দলের।