জিদানের শিষ্যদের লজ্জার হার

হতাশ রিয়াল শিবির
লজ্জাজনক হারই হজম করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে'র শেষ-৩২ পর্বে ইউরোপিয়ান এ জায়ান্ট ক্লাবকে ২-১ গোলে বধ করেছে আলকোয়ানো। তার চেয়ে বড় কথা, দশ জনের দল নিয়েও জিতেছে তৃতীয় বিভাগের ক্লাবটি।
এডার মিলিতাও'র গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় কোচ জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু হোসে সোলবেসের সমতাসূচক গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১১০তম মিনিটে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেগুন্দা ডিভিশন বি টিম আলকোয়ানোর র্যামন লোপেজ। তার মিনিট পাঁচেক পর গোল করে ছিনিয়ে নেন সাড়া জাগানো এক জয়।