এমবাপ্পের ডাবলে উড়ে গেল মন্তেপেলিয়ার

কাইলিয়ান এমবাপ্পের গোল উদযাপন
কাইলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই। দশ জনের অতিথি প্রতিদ্বন্দ্বী মন্তেপেলিয়ারকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
দুরন্ত এ জয় দিয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষে থেকে চার পয়েন্টের লিড নিয়েছে পিএসজি।
পার্ক দেস প্রিন্সেসে এমবাপ্পে এগিয়ে দেন পিএসজি'কে। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হতেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিন মিনিটের মধ্যে বাকি দুই গোল করেন মাউরো ইকার্দি ও এমবাপ্পে।
মন্তেপেলিয়ার গোলরক্ষক জোনাস ওমলিন ১৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান, তখন ম্যাচ ছিল গোল শূন্য।