অস্ট্রেলিয়া সিরিজে নেই লিটন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
লিটন দাস

লিটন দাস

  • Font increase
  • Font Decrease

ইনজুরি ভীষণ জ্বালিয়ে মারছিল লিটন দাসকে। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি এ টাইগার ওপেনারের। মাঠের বাইরে থাকার পর্ব আরও দীর্ঘ হচ্ছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেও খেলা হচ্ছে না এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। 

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে টাইগার ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে যাবেন জৈব সুরক্ষাবলয়ে। কিন্তু লিটন হোটেলে না উঠে যাবেন পরিবারের কাছে। পরিবারের অসুস্থ একজন সদস্যকে দেখতে ঘরে ফিরবেন তিনি। জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছেন না তারকা ক্রিকেটার লিটন। 

তবে এবার আর চোটের জন্য নয়। লিটন খেলবেন না পারিবারিক কারণে। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান বলেন, ‘লিটন বাড়িতে ফিরে তার অসুস্থ পরিবারের সদস্যের কাছে যেতে চায়। সে প্রথম দুই টি-টোয়েন্টিতে এই কারণে থাকতে পারবে না। আর কেউ যদি তার পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে চায় সেখানে আমাদের কিছু বলার নেই।’

এর আগে অসুস্থ বাবা মায়ের পাশে থাকতে জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে আসায় অস্ট্রেলিয়া সিরিজে দর্শক হয়ে গেছেন মুশফিকুর রহিম। ইনজুরির কারণে তামিম ইকবালের না খেলাটা নিশ্চিত হয়েছে আগেই।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ৩ আগস্ট। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। দিবা-রাত্রির সব ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলায়। সব ম্যাচ আরম্ভ হবে সন্ধ্যা ৬টায়।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রাইম ভলিবল লিগ ছাড়া টিভির পর্দায় আজ (মঙ্গলবার) সরাসরি কোনো খেলা নেই।

ভলিবল

প্রাইম লিগ

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ১

 

আইপিএল

গেম প্ল্যান

বিকেল ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্ল্যাসিক ম্যাচ

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

রোমাঞ্চকর দিনে মুমিনুলদের তিনে তিন, মোহামেডানের হার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রোমাঞ্চকর ক্রিকেটের দেখা মিলল আজ। ব্যাটাররা রানের ফুলঝুরি ছোটাতে না পারলেও বোলাররা দাপট দেখিয়েছেন। তাতে ম্যাচগুলো লো স্কোরিং হলেও জমে উঠেছিল। এমন দিনে টানা দুই জয়ের পর গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৩ রানে হেরে গেছে মোহামেডান। এদিকে ‘রূপগঞ্জ ডার্বি’তে রূপগঞ্জ টাইগার্সকে ১ উইকেটে হারিয়ে দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দিনের অন্য ম্যাচে পারটেক্সের কাছে ৫২ রানে হেরে বসেছে গাজী টায়ার্স।

বোলারদের দাপটের দিনে ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে গাজী গ্রুপকে ব্যাটিং আমন্ত্রণ জানায় মোহামেডান। নাঈম হাসান-আবু হায়দার রনির বোলিং তোপে ৪৭.৪ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। সর্বোচ্চ ৭১ রান আসে গাজীর ওপেনার আনিসুল ইসলামের ব্যাটে।

মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান স্পিনার নাঈম। দুটি করে উইকেট যায় রনি এবং মুশফিক হাসানের ঝুলিতে।

জবাব দিতে নেমে মোহামেডানের উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও জয়বঞ্চিত হয় সাদাকালোরা। দলের অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রানের বেশি তুলতে পারেনি দলটি।

গাজী গ্রুপের পক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার রুয়েল মিয়া।

;

অ্যাজাক্সের কাছে হার আজাদের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আজ সোমবার, (১৮ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আজাদ স্পোর্টিংকে ৪-১ গোলের ব্যবধানে হারায় অ্যাজাক্স। জয়ী দলের ভারতীয় রিক্রট সিলহেইবা লিশাম জোড়া গোল করেন। এছাড়া অ্যাজাক্সের সুব্রত পাল ও দলটির আরেক ভারতীয় দীপক একটি করে গোল করেন। আজাদ এসসির পক্ষে একমাত্র গোলটি করেন খোরশেদ।

ম্যাচের শুরু থেকেই আজাদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে অ্যাজাক্স। একের পর এক আক্রমণ চলতে থাকে সমানে। খেলার ষষ্ঠ মিনিটে সিলহেইবার ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স (১-০)। প্রথম কোয়ার্টারে গোলের সুযোগ পায় আজাদও। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হিটে গোলবঞ্চিত থাকে দলটি।

দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আবারো গোলের আনন্দ অ্যাজাক্সের। সুব্রত পালের দর্শনীয় ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। তৃতীয় কোয়ার্টারের শুরুতে আজাদের জালে আবারো গোল অ্যাজাক্সের। ৩৪ মিনিটে দীপকের ফিল্ড গোলে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেয় দলটি। খেলার ৩৭ মিনিটে খোরশেদের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনে আজাদ। মিনিট চারেক পর আবারো আজাদের জালে গোল। সিলহেইবার নিজের জোড়া গোলের পাশাপাশি অ্যাজাক্সকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন। 

খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দু'দল বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে। এর মধ্যে পেনাল্টি কর্নারও ছিল।

;

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, নতুন মুখ নাহিদ রানা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে ১৫০ কিমি গতিতে বল করে আলোড়ন তোলা পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল বলের দলে।

এছাড়া সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষ টেস্ট সিরিজের দলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরেছেন লিটন দাস। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন দাস।

নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। প্রথম শ্রেণীর ক্রিকেট ১৫ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬৩ উইকেট। নাহিদকে দলে টানার বিষয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘রানা সম্ভাবনাময় একজন খেলোয়াড়। খুব সম্ভবত এই মুহূর্তে সে বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার। যদিও সে মাত্রই শুরু করছে, তবে প্রথম শ্রেণীর ক্রিকেট ওর রেকর্ড ঈর্ষণীয়।’

এদিকে লিটন ফেরায় দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পাবে বলেও মত এই নির্বাচকের, ‘আমাদের টেস্ট দল এখন স্থিতিশীল। লিটন ফেরায় আমাদের ব্যাটিংয়ের শক্তি বাড়বে, কারণ সে অভিজ্ঞ এবং তার সামর্থ্যে আমাদের আস্থা রয়েছে।’

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। দুই টেস্টের এই সিরিজ আইসিসির ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা

;