প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল

প্রথমার্ধেই ইরানের জালে ইংল্যান্ডের ৩ গোল

ফিফা বিশ্বকাপের ২২তম আসরে দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ইরান। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। আর বিরতির আগেই ইরানের জালে তিনবার বল পাঠিয়েছে ইংলিশ ফুটবলাররা। ফলে প্রথমার্ধ শেষে ৩-০ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইংল্যান্ডের প্রথম গোল পেতে সময় লেগেছে ৩৫ মিনিট। এ সময় গোল করেদলকে এগিয়ে নেন জুডে বেলিংহাম। এর ঠিক আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন বুকায়ো সাকা। এ সময় দলনেতা হ্যারি কেনে নেয়া কর্নার থেকে থেকে আসার বল হেডে করে প্রতিপক্ষের জালে পাঠান তিনি।

বিজ্ঞাপন

মনে হচ্ছিল দুই গোলের লিড নিয়েই বিরতিতে যাবে দল। কিন্তু যোগ করা সময়ে আরও একটি গোল পেয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেনের দেয়া পাসে সহজের ইরানের গোলকিপারের চোখ ফাঁকি দিয়ে বল জালে পাঠান স্টার্লিং।

মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক

বিজ্ঞাপন

সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট ইরানের গোলরক্ষক আলিরেজার। আলিরেজার চোট গুরুতর ছিল। দীর্ঘক্ষণ চিকিৎসার পরে মাঠে ছাড়লেন তিনি। হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামলেন। এত বড় মঞ্চে তাঁর অবশ্য সেভাবে খেলার অভিজ্ঞতা নেই।